থ্যালাসেমিয়ায় আক্রান্ত সানাই, মিরাজ ও স্বপ্না এসেছিল ডায়মন্ড হারবার ব্লাড সেন্টারে রক্তের জন্য। কিন্তু ব্লাড সেন্টারে রক্তের অভাবের জন্য তাঁদের ডোনারের প্রয়োজন হয়ে পড়ে। হঠাৎ ডোনার কোথায় পাওয়া যাবে? এ নিয়ে চিন্তায় পড়েন শিশুদের পরিবার। তাঁরা যোগাযোগ করেন দেউলা নিবাসী লালটু মিদ্দার সঙ্গে। লালটু মিদ্দা সময় নষ্ট না করে সরাসরি যোগাযোগ করেন মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল নেতা ইমরান হাসানের সঙ্গে।
advertisement
ইমরান হাসান ৩ তৃণমূল কর্মীকে রক্তদানের জন্য হাসপাতালে পাঠান।তিনজন হলেন রহিম মোকামি, রহমতুল্লা মোল্লা, এরশাদ হালদার। তাঁরা যাচ্ছিলেন কলকাতায় ২১ জুলাইয়ের সভায়, কিন্তু সবকিছু বাতিল করে তাঁরা ছুটে আসেন ডায়মন্ড হারবার ব্লাড সেন্টারে, নিজেদের রক্ত দিয়ে তিনটি বাচ্চার মুখে হাসি ফুটিয়ে তোলেন।
৩ তৃণমূল কর্মীর এই ভূমিকাকে প্রশংসা করেছেন সকলেই। রক্ত দেওয়ার পর ৩ তৃণমূল কর্মী জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোই বড় কথা। মানুষ বাঁচলে তারপর রাজনীতি। প্রয়োজন পড়লে আবার তাঁরা রক্ত দিতে আসবেন।
নবাব মল্লিক





