নতুন শিক্ষাঙ্গন তৈরির কাজ চলছিল বছরখানেক ধরেই। ১৫ তম এফসি ফান্ড থেকে এই আইসিডিএস সেন্টার তৈরি হয়েছে। সেজন্য খরচ হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। এই কাজে সহযোগিতা করেছে রামকিশোর গ্রাম পঞ্চায়েত।
সম্প্রতি এই আইসিডিএস সেন্টারটির উদ্বোধন করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, সেসময় সেখানে উপস্থিত ছিলেন কুলপির বিডিও সৌরভ গুপ্ত-সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শতাধিক স্থানীয় মানুষজনের উপস্থিতিতে এই আইসিডিএস সেন্টারটি শিশুদের জন্য খুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ নয়! এই ঘরোয়া টোটকায় বাপ বাপ বলে পালাবে টিকটিকি
নতুন এই আইসিডিএস সেন্টারে থাকবে আলো, পাখা-সহ অন্যান্য ব্যবস্থা। ফলে প্রচন্ড গরমে শিশুদের কষ্ট হবে না বলে মনে করা হচ্ছে। এছাড়াও থাকছে পর্যাপ্ত জলের ব্যবস্থা, থাকছে ডিপ টিউবওয়েল। সমস্ত পরিষেবা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
এ নিয়ে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান কুলপি বিধানসভার মধ্যে তাঁরা একাধিক আইসিডিএস সেন্টার তৈরি করেছেন। পর্যাপ্ত জায়গা পেলে নতুন আইসিডিএস সেন্টার তৈরি করতে তাঁদের অসুবিধা নেই। মানুষের পাশে তাঁরা সবসময় থাকবেন।
নবাব মল্লিক