পরিবারের সূত্রে খবর, দুই বন্ধু বাইকে করে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। হাসপাতালে এসে দুজনের তাদের মৃতদেহ দেখতে পায় পরিবারের মানুষজন।স্থানীয় মানুষ জনের কাছে থেকে মৃত পরিবারের সদস্যরা জানতে পারেন বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে পড়ে ছিল, রাস্তার ধারে গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় বাসিন্দারা দেখতে পায়৷
advertisement
তারাই তাদেরকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে এলে হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরে বারুইপুর থানার পুলিশ মৃত ব্যক্তিদের দেহ দুটি নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। আজ মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতের পরিজনদের হাতে তুলে দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন: হঠাৎ করেই নিখোঁজ রূপান্তরকামী নৃত্যশিল্পী! পরিবারের অভিযোগের তীর নাচের দলের দিকে
পুলিশ সূত্রে খবর, ভোররাতে হাসপাতালে থেকে তারা জানতে পারেন দুইজনকে গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। কিভাবে ঘটল দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রোল পাম্প ও রাস্তা সিসিটিভি ছবি খতিয়ে দেখা হচ্ছে, মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা।