South 24 Parganas News : হঠাৎ করেই নিখোঁজ রূপান্তরকামী নৃত্যশিল্পী! পরিবারের অভিযোগের তীর নাচের দলের দিকে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
বেশ কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছে এই রূপান্তরকামী রিয়া মন্ডল। পরিবারের অভিযোগ ছেলে থেকে মেয়ে রূপান্তর হওয়ার পর তার অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এরপরে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।
জয়নগর: বছর ২৪ এর রূপান্তরকামীএক নৃত্যশিল্পী নিখোঁজের অভিযোগ করল পরিবার। বেশ কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছে এই রূপান্তরকামী রিয়া মন্ডল। পরিবারের অভিযোগ ছেলে থেকে মেয়ে রূপান্তর হওয়ার পর তার অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এরপরে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।
তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়, পরিবারের পক্ষ থেকে বহুবার খোঁজ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনওমতেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ফোনেও যোগাযোগ করা যায় নি।কোনও উপায় না পেয়ে অবশেষে নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে জয়নগর থানার দ্বারস্থ বাবা।
advertisement
গত ১১ই এপ্রিল জয়নগর থানার মালদাঁড়ি এলাকার অময় মন্ডলের মেয়ে ২৪ বছরের রিয়া মন্ডল বাড়ি থেকে নাচের স্কুলে যায়।আর তার পর থেকে আর কোনও খোঁজ খবর নেই। এদিন জয়নগর থানায় মেয়ের নিখোঁজের ডায়েরি করে তার বাবা অময় মন্ডল বলেন, ‘আমার মেয়ে গত ৮ বছর ধরে বিহার, নেপাল-সহ বিভিন্ন রাজ্যে ও আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় নাচের অনুষ্ঠান করে বেড়ায়। আর অনুমান মেয়ে নিখোঁজের পিছনে নাচের দল যুক্ত থাকতে পারে।
advertisement
তবে কলকাতায় নাচের স্কুলে নাচের ক্লাস করে আর বাড়ি ফেরেনি। আমি এত দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়ের কোনও সন্ধান না পেয়ে জয়নগর থানার মেয়ের নিখোঁজের ডায়েরি করলাম।আমি চায় দ্রুত মেয়েকে ফিরে পেতে।’ অভিযোগ দায়ের পরে জয়নগর থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে বলে জানা যায়।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 10:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : হঠাৎ করেই নিখোঁজ রূপান্তরকামী নৃত্যশিল্পী! পরিবারের অভিযোগের তীর নাচের দলের দিকে