তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়, পরিবারের পক্ষ থেকে বহুবার খোঁজ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনওমতেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ফোনেও যোগাযোগ করা যায় নি।কোনও উপায় না পেয়ে অবশেষে নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে জয়নগর থানার দ্বারস্থ বাবা।
গত ১১ই এপ্রিল জয়নগর থানার মালদাঁড়ি এলাকার অময় মন্ডলের মেয়ে ২৪ বছরের রিয়া মন্ডল বাড়ি থেকে নাচের স্কুলে যায়।আর তার পর থেকে আর কোনও খোঁজ খবর নেই। এদিন জয়নগর থানায় মেয়ের নিখোঁজের ডায়েরি করে তার বাবা অময় মন্ডল বলেন, ‘আমার মেয়ে গত ৮ বছর ধরে বিহার, নেপাল-সহ বিভিন্ন রাজ্যে ও আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় নাচের অনুষ্ঠান করে বেড়ায়। আর অনুমান মেয়ে নিখোঁজের পিছনে নাচের দল যুক্ত থাকতে পারে।
advertisement
আরও পড়ুন: জয়নগরে আবার দুর্ঘটনার কবলে অটো, পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ
তবে কলকাতায় নাচের স্কুলে নাচের ক্লাস করে আর বাড়ি ফেরেনি। আমি এত দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়ের কোনও সন্ধান না পেয়ে জয়নগর থানার মেয়ের নিখোঁজের ডায়েরি করলাম।আমি চায় দ্রুত মেয়েকে ফিরে পেতে।’ অভিযোগ দায়ের পরে জয়নগর থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে বলে জানা যায়।
সুমন সাহা