দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে শনিবার সকাল থেকে তুমুল ঝগড়া হয়। স্মৃতির বাড়িতেও সেদিন সকালে একবার আসে বাবুসোনা। দুজনে কথা বললেও কোনও সমাধান হয়নি। বাবুসোনা চলে গেলে ফোনে দুজনের ফের তুমুল ঝগড়া হয়। ঘটনার সময় স্মৃতির বাবা ও মা কাজের জন্য বাইরে ছিল। বাড়িতে ঠাকুমা থাকলেও তিনি অন্য ঘরে ছিলেন। সেই অবস্থায় বাইরের গ্রিলে তালা মেরে ঘরের ভিতরে ঢুকে ভিডিও কল করে বাবুসোনাকে। নিজেরই ওড়না দিয়ে আত্মঘাতী হয় সে।
advertisement
বাবুসোনার দিদি ও তার বন্ধু সুরভী মৃধা ভিডিও কলের বিষয়টি জানতে পেরে স্মৃতিকে এসে ডাকাডাকি করে। কোনও সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় স্মৃতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনায় প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্মৃতির বাবা শম্ভু মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক বাবুসোনা ও তার পরিবার। স্মৃতির মোবাইল বাজেয়াপ্ত করেছে সোনারপুর থানার পুলিশ।
Arpan Mandal