যদিও পরিবারের তরফে বারুইপুর থানায় কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খোদারবাজার নিশ্চিন্তপুরের বাসিন্দা রাকিব। ক্যানিং-বারুইপুর রুটের অটোচালক তিনি। রাকিবের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। ছেলের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খুন করা হয়েছে তাই দেহ ফেলে পালিয়েছে। রাকিবের আত্মীয় রমজান শেখ বলেন, দেহে আঘাতের চিহ্ন আছে।
advertisement
আরও পড়ুন: বাড়ছে দিন-রাতের তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে! আবহাওয়ার বড় আপডেট
আরও পড়ুন: পুলিশ দেখে দৌড়ে পালাতেই সন্দেহ নিশ্চিত, তল্লাশি চালাতেই চোখ কপালে! ধৃত ১
শুক্রবার সকাল ১১টায় এক বন্ধুর অটো করে বাড়ি থেকে বেরিয়েছিল। নিজের গাড়ি বাড়িতেই ছিল। স্থানীয়দের কাছ থেকে জেনেছি সন্ধ্যা ৭টায় কুমোরহাট থেকে অটোয় গ্যাসও ভরেছিল তাঁরা। কিন্তু রাতে খবর পাওয়া যায় হাসপাতালে দেহ পড়ে আছে। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কোনও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
অর্পণ মণ্ডল