Crime News: পুলিশ দেখে দৌড়ে পালাতেই সন্দেহ নিশ্চিত, তল্লাশি চালাতেই চোখ কপালে! ধৃত ১
- Written by:Saradindu Ghosh
- Published by:Raima Chakraborty
Last Updated:
Crime News: রাতের অন্ধকারে জাতীয় সড়কে ঘোরাঘুরি। ১৯ নং জাতীয় সড়কে মেমারির সরডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
মেমারি: জাতীয় সড়কের ধারে কী করছে দুই ব্যক্তি। তাও আবার গভীর রাতে? বিষয়টি দেখে সন্দেহ হয়েছিল জাতীয় সড়কে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। ওই দুই ব্যক্তির উদ্দেশ্য বুঝতে তাদের কাছে যাওয়ার চেষ্টা করে পুলিশ। আর পুলিশ দেখেই একজন নয়ানজুলি পার করে ফাঁকা মাঠ ধরে অন্ধকারে হারিয়ে যায়। অন্য জনকে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে মিলেছে গুলি-সহ আগ্নেয়াস্ত্র।
আগ্নেয়াস্ত্র ও একটি গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। ১৯ নং জাতীয় সড়কে মেমারির সরডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। ধৃত ব্যক্তির নাম রাসেদ মোল্লা। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মেমারি থানার সরডাঙ্গা এলাকায় ২ নং জাতীয় সড়কে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল দুই ব্যক্তি। পুলিশের সন্দেহ হওয়ায় তাদের ধাওয়া করলে একজন পালিয়ে যায়। রাসেদ মোল্লাকে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও এক রাউণ্ড গুলি উদ্ধার করে পুলিশ।
advertisement
ধৃতকে আদালতে পেশadvertisement
আরও পড়ুন: কেষ্টর ছবি গলায় ঝুলিয়ে আসানসোল আদালতে হাজির অনুগামী, কিন্তু কোনও লাভ হল না! প্রার্থনা বিফলে
ধৃতকে শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশের প্রাথমিক অনুমান জাতীয় সড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিলো। ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
advertisement
তদন্তকারী পুলিশ অফিসাররা জানান, প্রতিদিনের মতো রাতে রুটিন মাফিক টহল দেওয়া চলছিল জাতীয় সড়কে। হঠাৎই গাড়ির আলোয় দুজনকে জাতীয় সড়কের ধারে ইতস্তত তো ঘুরতে দেখা যায়। এমনিতে কোনও কারণে ওই এলাকায় কারও অপেক্ষা করার কথা নয়। তাই তারা কী উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে রয়েছে তা জানতেই তাদের কাছে যাওয়া হয়।
আরও পড়ুন: ছেলে ও স্ত্রী ঘুমিয়ে পড়ার পর গান গাইতে গাইতে ইস্ত্রি করছিলেন পুলিশ স্বামী, চিরকালের জন্য থেমে গেল সেই গান!
view commentsকিন্তু পুলিশ দেখে একজন ছুটে পালাতেই সন্দেহ আরও গভীর হয়। ততক্ষণে দ্বিতীয় জনকে ধরে ফেলা সম্ভব হয়। তার কাছ থেকে তল্লাশিতে গুলি ও আগ্নেয়াস্ত্র মিলতেই তাকে গ্রেফতার করা হয়, গুলি ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ছিনতাই করার উদ্দেশ্যেই জমায়েত হয়েছিল তারা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2023 9:58 AM IST









