Anubrata Mondal: কেষ্টর ছবি গলায় ঝুলিয়ে আসানসোল আদালতে হাজির অনুগামী, কিন্তু কোনও লাভ হল না! প্রার্থনা বিফলে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের জামিনের প্রার্থনা করে তিনি তারাপীঠ এবং আসানসোলের ঘাগরবুড়ি মন্দির ও চন্দ্রচূড় মন্দিরের আশীর্বাদের ফুল নিয়ে এসেছিলেন।
আসানসোল: তিনি নিজেকে অনুব্রত মণ্ডলের সবচেয়ে বড় অনুগামী বলে দাবি করেন। তিনি আদালতের রায় মাথা পেতে মেনে নিলেও, বলেন অনুব্রত মণ্ডল নির্দোষ। আর এমন কেষ্ট অনুগামীর দেখা পাওয়া গেল আসানসোল আদালত চত্বরে। অনুব্রত মণ্ডলের জামিনের প্রার্থনা করে তিনি নিয়ে এসেছিলেন মন্দিরের ফুল। এভাবেই ফের খবরের শিরোনামে উঠে এলেন অনুব্রত মন্ডলের অনুগামী রজত গড়াই। যিনি নিজেকে দুবরাজপুর পৌরসভার কর্মী বলে দাবি করেন।
পাশাপাশি নিজেকে অনুব্রত মণ্ডলের অন্যতম অনুগামী করে দাবি করেন। গলায় অনুব্রত মণ্ডল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়ায় তিনি। প্রসঙ্গত, যখন অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে দুবরাজপুরে নিয়ে যাওয়া হয়েছিল, তখনই খবরে উঠে এসেছিলেন রজত গড়াই। অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবে তিনি উঠে এসেছিলেন খবরে। এদিন গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তোলা হয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে।
advertisement
advertisement
আরও পড়ুন: শর্ট সার্কিট থেকে সিলিন্ডার ফেটে আগুন, সেবক রোডের দোকানে মর্মান্তিক কাণ্ড!
এদিন আসানসোল আদালত চত্বরে হাজির হয়েছিলেন তাঁর অনুগামী রজত গড়াই। আদালতের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন, আদালতের রায় মাথা পেতে মেনে নিতে হবে। কিন্তু তাঁর বিশ্বাস, বীরভূমের তৃণমূলে জেলা সভাপতি নির্দোষ। তিনি আরও বলেছেন, অনুব্রত মণ্ডলের জামিনের প্রার্থনা করে তিনি তারাপীঠ এবং আসানসোলের ঘাগরবুড়ি মন্দির ও চন্দ্রচূড় মন্দিরের আশীর্বাদের ফুল নিয়ে এসেছেন। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য আদালতের বাইরে অপেক্ষাও করেছেন তিনি। চেয়েছেন অনুব্রত মণ্ডল জামিন পান। যদিও শুক্রবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হলে, ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 6:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Anubrata Mondal: কেষ্টর ছবি গলায় ঝুলিয়ে আসানসোল আদালতে হাজির অনুগামী, কিন্তু কোনও লাভ হল না! প্রার্থনা বিফলে