TRENDING:

South 24 Parganas News: একই স্কুলে পরপর চুরি, খোয়া গেল মিড ডে মিলের হিসেব

Last Updated:

মঙ্গলবার সকালে স্কুল শুরু হওয়ার আগেই মিড ডে মিল রান্নার জন্য এসে পৌঁছন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁরাই প্রথম দেখেন স্কুলের তালা ভাঙা। এরপর প্রধান শিক্ষককে পুরো বিষয়টি জানানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আবার স্কুলে চুরি। বিষ্ণুপুরের রামনগর আদর্শ উচ্চবিদ্যালয়ের দরজার তালা কেটে চুরির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, চোরের দল স্কুলের একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়েছে।
advertisement

দক্ষিণ ২৪ পরগনার এই স্কুলে অতীতেও চুরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। মঙ্গলবার সকালে স্কুল শুরু হওয়ার আগেই মিড ডে মিল রান্নার জন্য এসে পৌঁছন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁরাই প্রথম দেখেন স্কুলের তালা ভাঙা। এরপর প্রধান শিক্ষককে পুরো বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ছুটে আসেন প্রধান শিক্ষক সমীরণ মণ্ডল। তিনি ফোন করে বিষ্ণুপুর থানায় খবর দেন। প্রধান শিক্ষকের ফোন পেয়ে এসে পৌঁছয় পুলিশ।

advertisement

আরও পড়ুন: বাঁকুড়ার এই স্কুলে ছক ভাঙা পথে চলছে পড়াশোনা

এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলে। প্রধান শিক্ষক জানান, এর আগেও স্কুলে চুরির ঘটনা ঘটেছে। তখন‌ও নগদ টাকার পাশাপাশি স্কুলের গুরুত্বপূর্ণ নথি খোয়া গিয়েছিল। এবারেও একই কাণ্ড ঘটেছে। দুষ্কৃতীরা স্কুলের পিছন দিক থেকে ঢুকেছিল বলে জানান প্রধান শিক্ষক। স্কুলের আটটি দরজার তালা ভাঙা হয়, একাধিক আলমারি‌ও ভেঙেছে তারা।

advertisement

View More

এই চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁদের দাবি, একটি স্কুলে বারবার চুরি হলে সে উন্নতি করবে কী করে! স্থানীয়রা পুলিশের নজরদারি দিকে আঙুল তুলেছেন। এদিকে স্কুল সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া নথিপত্রের মধ্যে মিড ডে মিলের হিসেবের কাগজ‌ও ছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

অর্পন মণ্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: একই স্কুলে পরপর চুরি, খোয়া গেল মিড ডে মিলের হিসেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল