আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে কালো কাপড় দেখিয়ে ওয়াক আউট বিজেপির! মমতার ‘রামধনু’ বক্তব্যে বিধানসভা তোলপাড়
জলে ডোবা সংক্রান্ত নানান কুসংস্কার এখনও সুন্দরবনে প্রচলিত। তার ফলে অনেক সময় প্রাণহানি হয়। এই বিপদ ঠেকাতেই এ দিন পথ নাটকের মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। জলে ডোবা ঠেকাতে শিশুদের সাঁতার শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে কেমন কাজ তা পরখ করতে সাঁতার প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। জলে ডুবে মৃত্যু প্রতিরোধে দীর্ঘদিন ধরেই কাজ করছে ওই সংস্থা। সংস্থা সূত্রে খবর, গত এক দশকে গোটা বিশ্বে জলে ডুবে মৃত্যু হয়েছে ২৫ লক্ষেরও বেশি। এর মধ্যে ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের সংখ্যা সব থেকে বেশি। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে শুধু সুন্দরবনেই দিনে গড়ে ৩ টি শিশু জলে ডুবে মারা যায়।
advertisement
এ রাজ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দুই জেলা মিলিয়ে সুন্দরবনের ১৯ টি ব্লক আছে। সবকটি ব্লকেই কাজ করছে ওই সংস্থা। শিশুদের জলে ডোবা প্রতিরোধে অভিভাবকদের নিয়ে সচেতনতা শিবিরও হয়েছে। শিশুদের সাঁতার শেখানো ও বিভিন্ন এলাকায় পুকুর ঘিরে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। জলে ডোবা শিশুকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং পরিবারকে সচেতন করতে সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংস্থার তরফে সুজয় রায় বলেন, ‘সম্প্রতি এক ডুবোজাহাজ জুবে যাওয়া নিয়ে বিশ্বজুড়ে হইচই হল। অথচ প্রতিদিন এতো শিশু জলে ডুবে যাচ্ছে সেদিকে কারোর খেয়াল নেই। এই নীরব মহামারীর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় প্রতিরোধ গড়ে তোলা জরুরি।’
সুমন সাহা