আরও পড়ুন: অকাল বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ছে ধান চাষিদের চোখ থেকে! মাঠেই নষ্ট বোরো চাষ
সাগরের এই এলাকায় প্রতিবছর গ্রীষ্মকালে সেচের জলের ব্যাপক সমস্যা দেখা দেয়। এমনকি কিছু জায়গায় সাবমার্শিবাল পাম্প ব্যবহার করা সত্ত্বেও জল পাওয়া যাচ্ছিল না। তবে নতুন খাল কাটানোয় জলের এই সমস্যা পুরোপুরি মিটবে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
সম্প্রতি এই খাল পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁকে কাছে পেয়ে নিজেদের মনের কথা খুলে বলেন স্থানীয়রা। সেই সময় মুড়িগঙ্গার বেহাল কাঠের সেতুর কথাও তুলে ধরা হয়।
এরপর নিজে ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। দেখেন দুটি সেতুরই অবস্থা অত্যন্ত খারাপ। দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি কাঠের সেতুটি সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেতু তৈরির কাজ এখনও শুরু হয়নি। এদিকে দীর্ঘদিনের জলের সমস্যা মেটায় পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
নবাব মল্লিক