Bankura News: অকাল বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ছে ধান চাষিদের চোখ থেকে! মাঠেই নষ্ট বোরো চাষ

Last Updated:

রবিবার বাঁকুড়া জেলার ইন্দাসের শিমুলিয়া, গোবিন্দপুর, ঠাকুরানি পুষ্কুরিণী, করিশুণ্ডা সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক বৃষ্টি। এর ফলে পাকা ধানের প্রচন্ড ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের।

+
title=

বাঁকুড়া: বিঘের পর বিঘে জমিতে থিক থিক করছে পাকা ধান। কিন্তু মাথায় হাত চাষিদের। কারণ অসময়ের বৃষ্টি। ফলে পেকে যাওয়া বোরো ধান গোলায় তোলার আগেই মাঠে নষ্ট হয়ে গিয়েছে। পূর্বাভাস ছিল গোটা রাজ্যজুড়ে হবে বৃষ্টি হবে। সেই পূর্বাভাস সত্যি করে রবিবার ঝেঁপে বৃষ্টি নামে বাঁকুড়ায়। আর তাতেই সব শেষ অবস্থা কৃষকদের।
গত রবিবার বাঁকুড়া জেলার ইন্দাসের শিমুলিয়া, গোবিন্দপুর, ঠাকুরানি পুষ্কুরিণী, করিশুণ্ডা সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক বৃষ্টি। এর ফলে পাকা ধানের প্রচন্ড ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের। অথচ এই বছর খুব ভাল বোরো ধানের চাষ হয়েছিল। দুটো লাভের আশায় খুশি ছিলেন কৃষকরা। কিন্তু ঠিক ধান ঘরে তোলার মুখে ঝেঁপে বৃষ্টি এসে সবকিছু পন্ড করে দিল।
advertisement
advertisement
প্রবল বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে পাকা ধান। বিঘের পর বিঘে ধান জমি এখন জলের তলায়। প্রাকৃতির এই খেয়ালে বিপুল ক্ষতির মুখে পড়ে ভেঙে পড়েছেন জেলার চাষিরা। ভেবে পাচ্ছেন না কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবেন। বাঁকুড়া জেলা কৃষি ভবন সূত্রে খবর, এইবছর প্রায় ১৬৫০০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে বোরো ধান‌। কিন্তু বৃষ্টির জেরে ক্ষতির পরিমাণ কতটা তার চূড়ান্ত কোন‌ও রিপোর্ট এখনও আসেনি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: অকাল বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ছে ধান চাষিদের চোখ থেকে! মাঠেই নষ্ট বোরো চাষ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement