Malda News: আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে গিয়ে ভাল লেগে যায়, তাইকোন্ডো'র প্যাঁচে প্রতিপক্ষকে কাবু করে সোনা জয় শিক্ষিকার

Last Updated:

অনামিকা টুডু কলকাতার ইচ্ছাপুরে আয়োজিত রাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে মালদহের মোট ২৪ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

+
title=

মালদহ: আত্মরক্ষার জন্য তাইকোন্ডো শিখতে গিয়েছিলেন ভূগোলের শিক্ষিকা অনামিকা টুডু। কিন্তু প্রয়োজন ছাপিয়ে তাইকোন্ডো তাঁর জীবনের অন্যতম ভালবাসা হয়ে ওঠে। তার ফল হিসেবেই রাজ্যস্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জিতলেন স্কুল শিক্ষিকা অনামিকা।
গাজোলের অনামিকা টুডুর এই সাফল্য মালদহের মহিলাদের কাছে রীতিমত অনুপ্রেরণা হয়ে উঠেছে। তিনি গাজোলের হাতিমারি হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা। দীর্ঘ ১৬ বছর ধরে শিক্ষকতা করছেন। দীর্ঘদিনের ইচ্ছে ছিল আত্মরক্ষার কলাকৌশল শিখতে তাইকোন্ডো প্রশিক্ষণ নেবেন। সময়ের অভাবে এতদিন তা হয়ে ওঠেনি। দেড় বছর আগে পরিবার নিয়ে মালদহ শহরে চলে আসেন। এরপরই তিনি তাইকোন্ডো প্রশিক্ষণে ভর্তি হন।
advertisement
advertisement
সম্প্রতি অনামিকা টুডু কলকাতার ইচ্ছাপুরে আয়োজিত রাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে মালদহের মোট ২৪ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৫ জন সোনা, ৭ জন রুপো ও ৩ জন ব্রোঞ্জ পদক জিতেছেন। অল্পবয়সী পদক প্রাপকদের ভিড়ে স্কুল শিক্ষিকা হয়ে অনামিকা টুডুর এই সোনা জয় রীতিমত সাড়া ফেলে দিয়েছে। বয়স একটু বাড়লেও যে মার্শাল আর্টে দক্ষতা অর্জন করা যায় তা এই স্কুল শিক্ষিকা প্রমাণ করে দিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে গিয়ে ভাল লেগে যায়, তাইকোন্ডো'র প্যাঁচে প্রতিপক্ষকে কাবু করে সোনা জয় শিক্ষিকার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement