North 24 Parganas News: স্কেটিং করে ঢাকা যাত্রা! লক্ষ্য পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
শ্যামনগর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্কেটিং করে পৌঁছনোর লক্ষ্যে বের হয়েছেন সন্দীপ মান্না এবং ছোট্ট কৃষ্ণ ঘোষ
উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও দৃঢ করতে বন্ধুত্বের বার্তা নিয়ে ঢাকার উদ্দেশ্যে স্কেটিং করে রওনা হল বাংলার এক যুবক ও এক ১০ বছরের শিশু। এরই সঙ্গে পৃথিবীকে রক্ষার বার্তাও তুলে ধরেছেন তাঁরা। শ্যামনগর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্কেটিং করে পৌঁছনোই লক্ষ্য সন্দীপ মান্না এবং ছোট্ট কৃষ্ণ ঘোষের।
পরিবেশবিদরা বলছেন, মাত্রা অতিরিক্ত গাছ কাটার ফলে আগামী দিনে গরম আরও বাড়বে। তাই প্রত্যেকের উচিৎ নতুন নতুন চারা গাছ লাগিয়ে পরিবেশকে সতেজ রাখা। আর তাই গাছ লাগান, প্রাণ বাঁচান এই বার্তা নিয়েই স্কেটিং করে প্রতিবেশী দেশের রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এই দু’জন। ১০ বছরের কৃষ্ণ ঘোষের বাবা একইসঙ্গে সাইকেল নিয়ে চলেছেন ঢাকার উদ্দেশ্যে।
advertisement
advertisement
স্কেটিং করে শ্যামনগর থেকে ঢাকা যাওয়ার এই বিষয়টি নিয়ে অত্যন্ত উত্তেজিত শ্যামনগরের সাধারণ মানুষ। তাই সন্দীপ মান্না এবং কৃষ্ণ ঘোষের যাত্রা শুরুর আগে এলাকার সকলে জড়ো হয়ে শুভেচ্ছা জানান।
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 10:25 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: স্কেটিং করে ঢাকা যাত্রা! লক্ষ্য পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া