Nadia News: বেহাল রাস্তা ভাল করতে মাটি ঢেলে ছিলেন কাউন্সিলর, বৃষ্টি হতেই আছাড় খাচ্ছে সবাই!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
রামনবমীর দোল উপলক্ষে যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে সেখানে পিচের ভাঙা রাস্তার উপরে ফেলা হয়েছিল মাটি। কিন্তু বৃষ্টির পর সেই মাটি কাদা হয়ে আরও বিপজ্জনক হয়ে উঠেছে রাস্তা
নদিয়া: শান্তিপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডের নিউ ঘোষ মার্কেট সংলগ্ন রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। শান্তিপুর থেকে হরিপুর, গয়েশপুর এমনকি নবদ্বীপে যাওয়ার এটাই প্রধান রাস্তা। সম্প্রতি রামনবমীর দোল উপলক্ষে যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে সেখানে পিচের ভাঙা রাস্তার উপরে ফেলা হয়েছিল মাটি। কিন্তু বৃষ্টির পর সেই মাটি কাদা হয়ে আরও বিপজ্জনক হয়ে উঠেছে রাস্তাটি।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ তরফদার জানান, বৃষ্টির পর এই রাস্তা দিয়ে চলাচল করার সময় মহিলাদের হাঁটুর উপর কাপড় তুলে হাঁটতে হচ্ছে। অনেকে পা হড়কে রাস্তায় পড়ে গিয়েছেন বলেও অভিযোগ।
আরও পড়ুন: চোখের আলোয় তমলুকের ৭০০ জনের দৃষ্টি ফিরল
advertisement
এলাকার গৃহবধূ স্বাগতা বিশ্বাস জানান, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। মাঝেমধ্যেই তারা পা হড়কে পড়ে যাচ্ছে। টোটো চালক মনসুর আলি বলেন, সামনেই হরিপুর উচ্চবিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের এই কাদার অংশটি পার করে দিতে হয় বিনামূল্যে। সাধারণ যাত্রীদের ক্ষেত্রে এই অংশটুকুর জন্য নামিয়ে দিতে হয়।
advertisement
এই প্রসঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সাহা বলেন, রাস্তা মেরামতির জন্য অর্থ বরাদ্দ মঞ্জুর হয়েছে শান্তিপুর পুরসভা থেকে। পুরপ্রধান সুব্রত ঘোষ নিজে দেখে গিয়েছেন। অল্পদিনের মধ্যেই কাজ শুরু হবে।
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 9:52 PM IST