খবর পেয়েই আইসিডিএস সেন্টার ঘেরাও করে গ্রামবাসীরা। এরপর সেখান থেকে ডালের বস্তা উদ্ধার করে আনেন তাঁরা। এই ঘটনায় সুষ্ঠ প্রতিকারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। এ নিয়ে স্থানীয় গ্রামবাসী হৃষিকেষ চাপরাশী বৃহস্পতিবার জানান, অভিযোগ জানানো সত্বেও কোনও কাজ হয়নি কখনও।
আরও পড়ুন- প্রবাসেও এবার শুরু থিমের দুর্গা পুজো! ২৫০ কেজি ওজনের ‘বসুন্ধরা’ পাড়ি দিল বিদেশ!
advertisement
আরও পড়ুন- ‘ফেরাতে হাল, ফিরছে লাল’! স্লোগানে লাল রঙে টান দিচ্ছেন ৭১-এর কাশীনাথ!
এবার হাতেনাতে তারা ডাল উদ্ধার করেছেন। ডালের একটি বস্তা লুকানো ছিল জ্বালানি ঘরে। এই ঘটনার পর সংশ্লিষ্ট ব্লক ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট অফিসে ঘটনাটি জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও পঞ্চায়েত নির্বাচনের কাজে ওই অফিসের কর্মচারীরা ব্যস্ত থাকায়, অভিযোগের তদন্ত পরে হবে বলে জানা যাচ্ছে। যদিও গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় আছে বলে খবর। তবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
নবাব মল্লিক