Durga Puja 2023: প্রবাসেও এবার শুরু থিমের দুর্গা পুজো! ২৫০ কেজি ওজনের ‘বসুন্ধরা’ পাড়ি দিল মার্কিন মুলুকে

Last Updated:

Durga Puja 2023: শিল্পী ভবতোষ সুতারের শিল্পভাবনায় সেজে উঠেছে সেই প্রতিমা ‘বসুন্ধরা’। ১৫ ফুট চওড়া ও দশ ফুট উচ্চতার এই প্রতিমা ফাইবার গ্লাস দিয়ে তৈরি।

কলকাতা: বাংলার থিমের দুর্গা পুজোর রেশ এবার পড়ল বিদেশেও। এ বছর থেকে প্রবাসের মাটিতেও শুরু হল থিমের প্রতিমা। আমেরিকা বা লন্ডনের কমিউনিটি পুজোতে এবার সেজে উঠবে নানা থিমের মণ্ডপ ও প্রতিমা। নিউ জার্সির এমনই এক বাঙালি কমিউনিটি ‘উৎসব’-র মণ্ডপ আলো করবে কলকাতা থেকে পাড়ি দেওয়া এক দুর্গা প্রতিমা। শিল্পী ভবতোষ সুতারের শিল্পভাবনায় সেজে উঠেছে সেই প্রতিমা ‘বসুন্ধরা’। ১৫ ফুট চওড়া ও দশ ফুট উচ্চতার এই প্রতিমা ফাইবার গ্লাস দিয়ে তৈরি। যা সহজে ভঙ্গুর নয় এবং দেখতে জীবন্ত লাগে। প্রায় ২৫০ কেজি ওজনের এই প্রতিমা ইতিমধ্যেই শিপিংয়ের জন্য পৌঁছে গেছে বন্দরে।
আরও পড়ুন:
শিল্পী ভবতোষ সুতার বলেন,” তাঁর এই প্রতিমার থিম বসুন্ধরা। তাঁর কথায় এই মায়ের মূর্তি স্নিগ্ধ, শান্ত। কোনও যুদ্ধের মূর্তি এটি নয়। এখানে মা দুর্গা সারা পৃথিবীর রূপে শান্তির রূপে বসে আছেন”। শিল্পীর কথায় “এত যুদ্ধ সারা পৃথিবী জুড়ে মানুষ, আর দেখতে চায়না। তাই তাঁর এই ভাবনা।“ ২৫ বছর ধরে এই কাজ করতে করতে শিল্পীর মনে হয়েছে দুর্গাপুজোর এই থিম ভাবনা মানুষের কাছে যেমন চাহিদা রয়েছে তেমনই তার দায়িত্বও রয়েছে। আর তাই শিল্পী হিসেবে তাঁর কাজ এই অনুশীলনকে সবার সঙ্গে আরও জুড়ে দেওয়া।
advertisement
advertisement
জয়দীপ চক্রবর্তী নিউ জার্সির পুজো কমিটির এক কর্তা জানান প্যানডেমিকের সময় থেকেই তাঁদের এই থিম ভাবনা ছিল। কিন্তু মহামারীর কারণে তা হয়নি। তবে এ বছর তাঁরা এই পুজো করছেন। দুর্গা পুজো করা ছাড়াও তাঁরা অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত। গত কয়েক বছর ধরেই ভবতোষ সুতারের সঙ্গে তাঁদের এই নিয়ে নিরন্তর আলোচনা হয়েছে। এবার তা সম্পূর্ণ রূপ পেল।ভবতোষ, বাবু জানান “এবারই তিনি প্রথম এই বিদেশে প্রতিমা পাঠালেন। এই কাজটা অনেক স্বাধীনতার সঙ্গে করতে পেরেছি। এটাই তার কাছে বড় পাওয়া যে ব্যবসার পাশাপাশি তাঁর শিল্পসত্ত্বার প্রকাশ রয়েছে।“
advertisement
কলকাতার পটুয়াপাড়া কুমোরটুলির আর এক প্রতিমা শিল্পী মন্টি পালের প্রতিমাও প্রায় ৪ বছর পর এবার পাড়ি দেবে মার্কিন মুলুকে। ২৪ জুন তাঁর তৈরি প্রতিমা রওনা দেবে সাত সমুদ্র তের নদীর দেশে। তিনিও প্রায় ২০-২২ বছর ধরে বিদেশে প্রতিমা পাঠাচ্ছেন। এবার তাঁর একটি প্রতিমা যাবে নিউ জার্সি আর একটি যাবে লন্ডন। চেন্নাই থেকে জাহাজে যাবে এই প্রতিমা।
advertisement
কুমোরটুলির অন্য এক নামকরা শিল্পী মিন্টু পাল জানান এ বছর তাঁর আটটি প্রতিমা বিদেশে যাচ্ছে। তিনিও দীর্ঘদিন এই পেশায় যুক্ত। বহু বছর ধরেই তিনি বিদেশে প্রতিমা পাঠান। কুমোরটুলির আর এক শিল্পী রমেশ পালের প্রতিমা এবার যাচ্ছে অস্ট্রেলিয়া। ছোট্ট অসাধারণ দেখতে এই মূর্তিও তৈরি করা হয়েছে ফাইবার গ্লাস দিয়ে।
advertisement
জাহাজেই মূলত পাঠানো হয় এইসব প্রতিমা। প্রায় দু তিন মাস সময় লেগে যায় এই ঠাকুর বিদেশে পৌঁছতে। এখন থেকেই শুরু হয়ে গেছে শিপমেন্টের কাজ। কুমোরটুলির পটুয়াপাড়ায় তাই এখন চূড়ান্ত ব্যস্ততা।
পূর্ণেন্দু মণ্ডল
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: প্রবাসেও এবার শুরু থিমের দুর্গা পুজো! ২৫০ কেজি ওজনের ‘বসুন্ধরা’ পাড়ি দিল মার্কিন মুলুকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement