এই ঘটনায় মৃত্যু হয়েছে ইমরান হাসান লস্কর(২৬) নামের এক আইনজীবীর। বাড়ি সরিষাতে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আইনজীবীর বান্ধবী ও ইঞ্জিনভ্যান চালক। আহতদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে কাকদ্বীপ রথতলার পাকারপোল ব্রিজের কাছে হঠাৎই একটি ভয়াবহ আওয়াজ শুনতে পায় স্থানীযরা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পায় সেখানে সুজুকি গাড়ি ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
advertisement
জানা যায়, ইঞ্জিনভ্যানটি নামখানার দিকে যাচ্ছিল, অপরদিক থেকে আসছিল মারুতি সুজুকি গাড়িটি। ব্রিজে ওঠার পথে ভ্যানটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে অপরদিক থেকে আসা সুজুকি গাড়িটিকে। ইঞ্জিনভ্যান চালক মত্ত অবস্থায় ছিল বলে খবর। স্থানীয়দের তৎপরতায় সুজুকি গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। দুটি গাড়ি ও ইঞ্জিনভ্যান চালককে কাকদ্বীপ থানার পুলিশ আটক করেছে। ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাকদ্বীপ থানার পুলিশ।
বিশ্বজিৎ হালদার