প্রাণহানি যেমন ঘটছে, তেমনি গুরতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে অনেককে। পুলিশ সূত্রে খবর, বারুইপুর থানা এলাকায় গত জুলাই, আগস্ট ও চলতি মাসে এখনও পর্যন্ত ১৩টি দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রশ্ন উঠেছে পথ নিরাপত্তা নিয়ে।
এ প্রসঙ্গে বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ‘বেপরোয়া গতির গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। জরিমানাও করা হচ্ছে। আসলে মানুষের সচেতনতার অভাব। অভিযান আরও জোরদার করা হবে।’
advertisement
প্রসঙ্গত বেশ কয়েকটি দুর্ঘটনায় অনেকে প্রাণও কেড়ে নিয়েছে।
আরও পড়ুন, হাওড়া ব্রিজে বন্ধ যান চলাচল! আদিবাসী সংগঠনের মিছিলের জেরে চরম দুর্ভোগ
আরও পড়ুন, ডেঙ্গি মশারূপী অসুর বধ করতে ব্লিচিং হাতে মা দুর্গা মর্তে!কাউন্সিলরের অভিনব ভাবনা
এক প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা রাস্তা দিয়ে চলাফেরা করলে যেভাবে বাইক টোটো ও অটো চলাচল করে, তাতে নিজেদের রাস্তায় চলাফেরা করতে ভয় লাগে। পুলিশ পক্ষ থেকে প্রায় সময় সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালানো হচ্ছে তাতেও হুঁশ ফিরছে না বাইক আরোহী থেকে গাড়ি চালকদের।”
সুমন সাহা