হ্যাঁ, এমনই একটি চিত্র যা নজর কেড়েছে গোটা জয়নগর এলাকাবাসীর।
নিয়ম অনুযায়ী তিথি মেনে রথযাত্রা পালন করা হয়। আর ঠিক তার এক সপ্তাহ পরেই উল্টো রথ পালিত হয়। পাশাপাশি বিভিন্ন গ্রামে-গঞ্জে দেখা যায় কচিকাঁচারা তাদের ছোট ছোট রথ নিয়ে রথের দিন রাস্তায় বের হয়। তাদের সেই রথে থাকেন ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রা।
advertisement
আরও পড়ুন: রথ মানেই পুরী, কিন্তু জানেন কি পুরীর রথের বিশেষত্ব? জানলে মন ভরে যাবে
ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রা রথে বসিয়ে বাচ্ছারা রথের রশ্মিতে টান দেয়। পথ চলতি মানুষ-জন রথ দেখে প্রণাম করে অনেক সময় প্রণামী দেয়। আর এবার সেখানেই। এবার প্রনামে দেওয়া যাবে অনলাইনের মাধ্যমেও। কারণ জয়নগরে কচিকাঁচাদের রথের সামনে দেখা মিলল ‘কিউ আর কোড’-এর। আর এই কোড স্ক্যান করে অনেকেই প্রনামী দিতে দেখা গেল।
আরও পড়ুন: কলকাতার রথ কোথায় গেলে দেখতে পাবেন? কোন পথ দিয়ে যাবে রথ? রইল বিস্তারিত
এ প্রসঙ্গে এক স্থানীয়বাসিন্দা বলেন, “আজকের দিনে খুচরো পয়সার অনেকটাই টান। ফলে এই ভাবে প্রনামী দেওয়া সহজ হবে। এই অভিনব একটি উদ্যোগ দেখে খুব ভাল লাগলো। কচিকাচারাও ডিজিটাল যুগে প্রবেশ করছে। আর আমার কাছে খুচরো পয়সাও ছিল না তাই আমি এই ‘কিউ আর কোড’ স্ক্যান করে বাচ্চাদেরকে পাঁচ টাকা দিয়ে দিলাম। এতে খুচরো পয়সারও দরকার হল না এবং বাচ্চারাও খুব খুশি হল।”
সুমন সাহা