এদিন পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে আর এন ভট্টাচার্য রোড সংলগ্ন এলাকায় ডেঙ্গি প্রতিরোধে চেয়ারম্যান স্বাস্থ্যকর্মীদের নিয়ে পথে নামেন। সেখানে যান চেয়ারম্যান। বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে জল যাতে না জমে থাকে সেই ব্যাপারে সতর্ক করেন। এদিন পুরসভার সামনে ডেঙ্গি নিয়ন্ত্রণে অসফল পুরসভা এই অভিযোগ এনে বারুইপুর সাংগঠনিক বিজেপি জেলার পক্ষ থেকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, মশা মারার তেলের বদলে জল দেওয়া হচ্ছে নর্দমায়।
advertisement
আরও পড়ুনঃ রায়দিঘীর খাড়ি বামুনেরচকে তৈরি হচ্ছে নতুন পার্ক
তবে সে অভিযোগ উড়িয়ে দিয়ে পুরসভার চেয়ারম্যান তিনি বলেন আমাদের পুরসভার সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করা হচ্ছে যাতে কোন রকম ভাবে ডেঙ্গি সচেতনতা নিয়ে। প্রশ্ন না ওঠে সমস্ত পৌরবাসীকে সচেতন করা হচ্ছে। এবং আমরা নিজেরাই পথে নেবে মানুষকে আরো বেশি বেশি করে সচেতন করছি। এবং কোনভাবেই যাতে কোন ওয়ার্ডে ওয়ার্ডে জল জমে না থাকে সে বিষয়ে কিন্তু করা নজর থাকছে পুরসভার তরফ থেকে।
Suman Saha