TRENDING:

South 24 Parganas News: সুসজ্জিত খাবারেই দূর হবে সুন্দরবনের মহিলাদের অপুষ্টির সমস্যা! ব্যাপারটা কী

Last Updated:

সুন্দরবনের মহিলাদের অপুষ্টির সমস্যা দূর করতে গোটা সেপ্টেম্বর জুড়ে 'পুষ্টি মাস' পালন করবে প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের মহিলা ও শিশুদের অপুষ্টির হার কমাতে শুরু হল পুষ্টি মাস পালন। এই পুষ্টি মাস পালন নিয়ে আমজনতাকে সচেতন করতে ব্যাপক প্রচার চালানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য সরকারি রিপোর্টেই বলা হয়েছে, সুন্দরবনের মহিলাদের ক্ষেত্রে অপুষ্টির হার প্রায় ৬০ শতাংশ।
advertisement

আরও পড়ুন: ‘মরু গোলাপ’ চাষ করে সহজেই স্বনির্ভর হন

রাজ্যের প্রত্যন্ত এলাকার সুন্দরবনের ৎঅধিকাংশ মহিলা অপুষ্টির শিকার। এর ফলে তাঁরা রক্তাল্পতা, কম ওজন, রুগ্নতায় ভোগেন। এছাড়াও অন্যান্য অসুখ সারা বছরই লেগে থাকে। এদিকে অপুষ্টির শিকার হওয়া মহিলারা মা হলে সদ্যজাত শিশুরাও অপুষ্টির শিকার হয়। ফলে তারাও আজীবন বিভিন্ন অসুখে ভুগতে থাকে।

advertisement

View More

সেভ দ্য চিলড্রেনের সদ্য প্রকাশিত রিপোর্ট সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের মহিলাদের অপুষ্টি থেকে বের করে আনতে পুষ্টি মাস পালনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। মা ও শিশুদের জন্য নেওয়া এই উদ্যোগে সরাসরি যুক্ত থাকেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। তাঁদের প্রচারে নামানো হয়। এছাড়াও স্কুলে স্কুলে কিশোরীদের সচেতন করার লক্ষ্য নেওয়া হয়েছে। তারা নিজেরা নিজেদের এলাকায় গিয়ে এই প্রচার চালাবে। কয়েক বছরের মধ্যে এই অপুষ্টির হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর তাই এবছর থেকেই প্রতিটি ব্লকে ব্লকে এই পুষ্টি মাস পালন করা হচ্ছে। ডায়মন্ডহারবারে এ নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়‌। সেখানে বিভিন্ন ফল, শাক-সবজি ও পুষ্টিকর আহারের দৃষ্টিনন্দন প্রদর্শন করা হয়। সাগরেও এই নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান গোটা সেপ্টেম্বর মাসজুড়ে চলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুসজ্জিত খাবারেই দূর হবে সুন্দরবনের মহিলাদের অপুষ্টির সমস্যা! ব্যাপারটা কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল