আর এই সব কিছুর মাঝে থেকে যায় কিছু স্মৃতি যা আজীবন পছন্দের প্যান্ডেল থেকে শুরু করে বন্ধু-বান্ধবের সঙ্গে প্রতিটা মুহূর্ত ছবিবন্দী হয়ে থাকে মানুষের মনি কোঠায়। আর সেই মতো কলকাতার পুজোকে টক্কর দিতে তৈরি জেলার পুজো গুলি ও তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর শাসন বালক সংঘের ৬৮ তম বর্ষের এবারের ভাবনা পুরীর জগন্নাথ মন্দির।
advertisement
আরও পড়ুনDurga Puja 2024: প্রতীমায় সাবেকিয়ানা, ডায়মন্ড হারবার যুববৃন্দের এবছরের পুজোর থিম ময়ূরাক্ষী
গ্রাম বাংলার অগণিত সাধারণ মানুষ পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে উঠতে পারেনি।তাই এ বছর শাসন বালক সংঘ তাদের ৬৮ তম বর্ষে পুরীর জগন্নাথ মন্দিরকে মানুষের সামনে তুলে ধরেছে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর সাধারণের জন্য এই মণ্ডপের খুলে দেওয়া হয়।
উদ্যোক্তাদের দাবি সবাই হয়তো সেভাবে পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারে না তাই আমাদের এই মন্ডপে আসলেই মায়ের প্রতিমা দর্শনের পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন পাওয়া যাবে। সেই কথা ভেবেই আমরা এবছর এই ভাবনা মানুষের মধ্যে তুলে ধরেছি।
সুমন সাহা