TRENDING:

South 24 Parganas News: থানার দখল নিল খুদেরা! তদন্তকারী থেকে ডিউটি অফিসার সব টেবিলেই তাদের দাপট

Last Updated:

ব্যস্ত সময়ে থানার দখল নিল খুদেরা। ডিউটি অফিসারের টেবিল থেকে তদন্তকারী অফিসারের টেবিল সব জায়গায় খুদেদের দাপট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ব্যস্ত সময়ে থানার দখল নিলেন খুদেরা। ডিউটি অফিসারের টেবিল থেকে তদন্তকারী অফিসারের টেবিল সব জায়গায় তখন খুদেদের দাপট। তাদের কথা শুনছেন অফিসাররা থেকে আরম্ভ করে অন্যান্য পুলিশ কর্মীরাও। এমনকি থানায় অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষ। এমনই ছবি ধরা পরল নরেন্দ্রপুর থানায়।
advertisement

একটি বেসরকারি স্কুলের ছোট ছোট শিশুরা এসেছিল নরেন্দ্রপুর থানায়। এইসব শিশুদের জন্য নিজেদের চেয়ার টেবিল ছেড়ে দিয়েছিলেন অফিসাররা। সেই চেয়ার টেবিলে বসেই অফিসারদের কাজকর্ম সম্পর্কে জানলেন তারা। কথাও বললেন অনেকের সঙ্গে। এরই মধ্যে কেউ কেউ একটু অপ্রস্তুত কেউ কেউ আবার একটু ভ্যাবাচ্যাকা। সেই সমস্ত শিশুদের সামলাচ্ছেন পুলিশকর্মীরাই। সারাদিন ব্যস্ততা ও করা ডিউটির মাঝে সে যেন একটু অন্যরকম পাওয়া।

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক! রাতে নৌকার উপর থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পুলিশকর্মীদের মুখে তখন হাসি। কেউ আবার কোলে নিয়ে বাচ্চা সামলাচ্ছেন। আবার কারও কারও হাতে চকলেট তুলে দিলেন পুলিশ কাকুরা । থানায় আসতে পেরে তারা যে খুশি জানালেন ছোটরা নিজেরাও। স্কুল সূত্রে জানা গিয়েছে যদিও তারা এই ছোট্ট বয়সে থানায় এসেছিলেন শুধুমাত্র তাদের পড়াশোনার মধ্যে থাকা একটি বিষয়ের “মিল বন্ধু কমিউনিটি হেল্পার”। এর জন্যই শিশুদের থানাতে আনা, ‌যা তাদের পড়ার বই তে পড়াশোনা করে থাকে সেটা হাতে-কলমে শেখা বা সামনাসমনি দেখা।পুলিশদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মনে সাহস যোগানো পুলিশ কিভাবে বিভিন্ন মানুষের পাশে থাকে এবং পুলিশের কি কাজ সেই সমস্ত বিষয়ের উপরে তারা যাতে জানতে পারে সেই কারণে তাদেরকে এই থানাতে আনা হয়েছিল।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: থানার দখল নিল খুদেরা! তদন্তকারী থেকে ডিউটি অফিসার সব টেবিলেই তাদের দাপট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল