TRENDING:

Posthumous Organ Donation: অন্যদের মধ্যেই বেঁচে থাকবেন তাঁদের ছেলে, দুর্ঘটনায় নিহত সিভিক পুলিশকর্মীর অঙ্গদান পরিবারের

Last Updated:

Posthumous Organ Donation: হাসপাতলে ব্রেন ডেথ হওয়ায়  সিভিক পুলিশ কর্মীর অঙ্গদান করলেন পরিবার। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলপি: পথদুর্ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন কুলপির এক সিভিক পুলিশকর্মী। হাসপাতলে ব্রেন ডেথ হওয়ার পর  তাঁর অঙ্গদান করলেন পরিবারের লোকজন । জানা যায়,কুলপি থানার সিভিক পুলিশ কর্মী বিদেশ হালদার নিজের বাড়ি থেকে স্ত্রীকে সাইকেলে নিয়ে গত ৭ এপ্রিল ১১৭ নং জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। সেই সময় কামারচক মোড় এলাকায় একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁকে।
advertisement

পরে স্থানীয় লোকজন আহত স্ত্রী ও বিদেশ হালদারকে উদ্ধার করে প্রথমে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে বিদেশ হালদারের অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার জেরে মাথায় গুরুতর চোট পান সিভিক পুলিশ কর্মী বিদেশ হালদার।

আরও পড়ুন :  তরমুজের সঙ্গে চিবিয়ে খান এর বীজও, এতেই আছে গরমে সুস্থ থাকার চাবিকাঠি

advertisement

এর পরই এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর ব্রেন ডেথ' হয়।এর পরই পরিবারের লোকজন সিদ্ধান্ত নেন তাঁদের ছেলের মস্তিষ্কের মৃত্যু ঘটলেও সে যেন অন্য কারওর দেহে বেঁচে থাকতে পারে। তাই অঙ্গদানের সিদ্ধান্ত নেন বিদেশ হালদারের পরিবারের লোকজন।পরিবার সূত্রে জানা যায়, বিদেশ হালদারের দুটি কিডনি,লিভার ও চোখের কর্নিয়া দান করা হয়েছে।অন্যদিকে নিহত বিদেশ হালদারের দেহ রবিবার রাতে কুলপিতে নিয়ে আসা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কুলপি থানার পক্ষ থেকে রাতেই মৃত সিভিক পুলিশকর্মীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।অবশ্য সিভিক পুলিশের মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। পাশাপাশি রবিবার রাতেই মৃত সিভিক পুলিশকর্মী বিদেশ হালদারের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Posthumous Organ Donation: অন্যদের মধ্যেই বেঁচে থাকবেন তাঁদের ছেলে, দুর্ঘটনায় নিহত সিভিক পুলিশকর্মীর অঙ্গদান পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল