TRENDING:

South 24 Parganas News: টেট দুর্নীতিতে অনুপ্রেরণা যোগানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে! সাগরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক পোস্টার

Last Updated:

এই পোস্টারগুলোয় মূলত চাকরি বিক্রির অভিযোগ আনা হচ্ছে। গঙ্গাসাগরেও যে রঙিন পোস্টার পড়েছে সেখানেও ওই একই অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দুই তৃণমূল সদস্য সন্দীপ পাত্র (জিকো) ও তপন পাড়িয়ারী বিরুদ্ধেই মূলত এই দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার, সোনারপুর, মন্দিরবাজারের পর এবার দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল গঙ্গাসাগরে। স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ এলাকার দুই তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ আনা হয়েছে। তাঁরা টেট দুর্নীতির মিডিলম্যান এমনই অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারে। অভিযুক্ত ওই দুই তৃণমূল নেতা কোটি কোটি টাকা তুলে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। পোস্টারের তলায় লেখা আছে 'সৌজন্যে সাগরদ্বীপবাসী'।
advertisement

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই দুর্নীতির অভিযোগে পোস্টার পড়া শুরু হয়েছে। এই পোস্টারগুলোয় মূলত চাকরি বিক্রির অভিযোগ আনা হচ্ছে। গঙ্গাসাগরেও যে রঙিন পোস্টার পড়েছে সেখানেও ওই একই অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দুই তৃণমূল সদস্য সন্দীপ পাত্র (জিকো) ও তপন পাড়িয়ারী বিরুদ্ধেই মূলত এই দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এই দুই জেলা পরিষদ সদস্য টেট দুর্নীতির মিডিলম্যান হিসেবে সাগর থেকে কয়েক কোটি টাকা তুলে নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে ওই পোস্টারে। আর এই গোটা কাজে অনুপ্রেরণা দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, এমনটাই দাবি করা হয়েছে ওই পোস্টারে।

advertisement

আরও পড়ুন: বাজারে মহিলার মোবাইল ছিনিয়ে নিয়ে দে দৌড়! ধরা পড়তেই উত্তম মধ্যম পড়ল ছিনতাইবাজের পিঠে

টেট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠা সন্দীপ পাত্র গঙ্গাসাগর-‌বকখালি ডেভলপমেন্ট বোর্ডের (‌জিবিডিএ)‌ ভাইস চেয়ারম্যান‌ও। সাগরের রুদ্রনগর, মন্দিরতলা, খুঁদিগুড়িয়াপুল সহ বিভিন্ন এলাকায় দোকান ও বাড়ির দেওয়ালে রঙিন এই পোস্টার দেখা যায়। যা নিয়ে তুঙ্গে উঠেছে চাঞ্চল্য।

advertisement

View More

তবে বেলা হলে এই পোস্টারগুলি কে বা কারা ছিঁড়ে দেয়। এই পোস্টার ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। বিরোধী সিপিএম ও বিজেপি সরাসরি চাকরি দুর্নীতি নিয়ে শাসকদলকে কাঠগড়ায় তুলেছে। ওই দুই জেলা পরিষদ সদস্যের পাশাপাশি বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরাকেও নিশানা করছে বিরোধীরা।

পোস্টারে যাদের দিকে আঙুল তোলা হয়েছে তাঁদের মধ্যে অন্যতম সন্দীপ পাত্র বলেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই। বিরোধীরা কুৎসা অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেন। মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, পোস্টার আমি দেখিনি। তবে ফেসবুকে দেখেছি। এটা মিথ্যে। সন্দীপ ও তপন এরসঙ্গে যুক্ত কিনা আমি বলতে পারব না। এটা ভোটের স্লোগান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: টেট দুর্নীতিতে অনুপ্রেরণা যোগানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে! সাগরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক পোস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল