পশ্চিম বর্ধমান: ব্যস্ত বাজারে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এসেছিলেন মহিলা। আর পাঁচ জনের মতোই হাতে ছিল স্মার্টফোন। তিনি যখন দরদাম করার দিকে নজর দিয়েছেন সেই সময় হঠাৎ হ্যাচকা টানে হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুট লাগায় এক যুবক। যদিও বেশিদূর পালাতে পারেনি। বাজারে উপস্থিত ক্রেতা ও দোকানদাররা দৌড়ে ধরে ফেলে ওই যুবককে। তারপর উত্তেজিত জনতার রোষ আছড়ে পড়ে ওই ছিনতাইবাজের উপর। গণপিটুনির শিকার হয় অভিযুক্ত যুবক। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
এমনই ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমানের কাঁকসা হাট। অভিযুক্ত যুবকের কাছে থেকে মোবাইলটি উদ্ধার করে তার আসল মালিক অর্থাৎ ওই মহিলা ক্রেতাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় বাজারের ক্রেতা ও বিক্রেতারা বেশ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ কাঁকসা হাটে ক্রমশই ছিনতাইবাজদের উৎপাত বাড়ছে। ভিড়ের সুযোগ নিয়ে হামেশাই মোবাইল ও মানিব্যাগ চুরি হচ্ছে।
আরও পড়ুন: ক্যাচ দ্য রেইন, বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করতে হবে সেই কথাই বলে এই নাটক
সাম্প্রতিক কাঁকসা হাটে বেশ কিছু ক্রেতার মোবাইল চুরি গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারপরও এই ঘটনা ঘটায় এলাকার মানুষের ক্ষোভ তুঙ্গে ওঠে। তাঁরা পুলিশকে অনুরোধ করেছেন হাটের নিরাপত্তা যেন আরও জোরদার করা হয়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
নয়ন ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durgapur, Mobile Theft, West bardhaman news