২০২২-এরমাঝামাঝি কাকদ্বীপের গোবিন্দরামপুরের বাসিন্দা কার্তিক মান্নার কাছে তাঁর ফাঁকা জমিতে জিও মোবাইলের টাওয়ার বসানোর জন্য একটি ফোন আসে। টাওয়ার বসালে জমির ভাড়া হিসেবে লক্ষ লক্ষ টাকা ও একজনের চাকরি হবে বলে টোপ দেওয়া হয়। এরপর কার্তিক মান্নার থেকে কয়েক দফায় রেজিষ্ট্রেশন ফি-এর নামে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই প্রতারকরা। পরে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
advertisement
আরও পড়ুন: বৃষ্টি-বিদায়? আবার ফিরছে প্রবল গরমের দিন? হাওয়া অফিসের তোলপাড় করা পূর্বাভাস
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কার্তিক মান্না কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে। এদিন রাতে উত্তর ২৪ পরগনার ঘোলা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। কাকদ্বীপে এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, 'এর পেছনে বড়সড় প্রতারণাচক্র কাজ করছে। আমরা এদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালাচ্ছি।'
বিশ্বজিৎ হালদার