আরও পড়ুন: কেমন খাবার খাচ্ছে মানুষ? খতিয়ে দেখতে রেস্তোরাঁয় হানা
এলাকাবাসীর অভিযোগ পেয়ে বারুইপুর থানার পুলিস টংতলা, ধোপাগাছি এলাকায় অভিযান চালিয়ে ১৩ টি দামি বাইক বাজেয়াপ্ত করে। তাতেই দেখা যায় বেশিরভাগ বাইক চালক স্কুল অথবা কলেজ পড়ুয়া। এরপরই তাদের পরিবারকে থানায় তলব করা হয়। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বাইকচালকরা প্রত্যেকেই ছাত্র। তাই পরিবারের লোকজনকে থানায় ডেকে কড়াভাবে সতর্ক করা হবে।
advertisement
প্রতিদিনই বাইক রেসিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এলাকায়। পুলিস সূত্রে খবর, বারুইপুরের টংতলা, পুরন্দরপুর মোড়, ধোপাগাছি এলাকা হয়ে বারুইপুর-আমতলা রোডে বাইক রেস নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বাইক চালকরা টংতলার টেলি অ্যাকাডেমির সামনে নির্জন জায়গা থেকে প্রতিযোগিতা শুরু করত। তারপর সরাসরি এসে উঠত মূল রাস্তায়। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি বুধ, শনি ও রবিবার বিকেল হলেই রেসিং হত। এর জেরে দুর্ঘটনাও ঘটেছে। রাস্তায় চলাচল করতে ভয় পায় সাধারণ মানুষ। বাইক চালকদের কারোর মাথাতেই হেলমেট থাকত না। এলাকার মানুষ চায় পুলিশ এই অভিযানের মধ্য দিয়ে স্থায়ীভাবে বাইক রেসিং বন্ধ করে দিক। না হলে আগামী দিনে বড় বিপত্তি দেখা দিতে পারে বলে তাঁদের আশঙ্কা।
সুমন সাহা