পুরো বিষয়টা খোলসা করে বলা যাক। জয়নগর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের মধ্যে হয়ে গেল ক্রিকেট ম্যাচ। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে জয়নগর-১ ব্লকের বহড়ু হাইস্কুলের মাঠে মঙ্গলবার এই ক্রিকেট ম্যাচের অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষ দুই দল ছিল জয়নগর থানা বনাম জয়নগর সাব ট্রাফিক গার্ড।
এই প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন বারুইপুরের ডিএসপি (ট্রাফিক) সৌম্যকান্তি পাহাড়ি, বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর মাহান্ত, জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জী, জয়নগর সাব ট্রাফিক গার্ডের ওসি সুভাষ পাল, জয়নগর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ সহ আরও অনেকে।
advertisement
টসে জিতে প্রথমে ব্যাটিং নেন সাব ট্রাফিক গার্ডের রখেলোয়াড়েরা। তাঁরা নিধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৮ রান করেন। তার পর ব্যাট করতে নামেন জয়নগর থানার পুলিশ কর্মীরা। তাঁরা ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে ম্যাচ জিতে নেন। জয়নগর থানার হয়ে দুদার্ন্ত ব্যাটিং করেন এসআই দিগন্ত মণ্ডল।
এই প্রীতি ক্রিকেট ম্যাচ নিয়ে ডিএসপি (ট্রাফিক) বলেন, প্রশাসন সামলানোর পাশাপাশি পুলিশ কর্মীদের শরীরচর্চার উপরও নজর দেওয়া দরকার। আর শরীরের ফিটনেস ধরে রাখতে খেলার বিকল্প কিছু নেই। তাই পুলিশের এই ধরনের খেলার দরকার আছে। এদিনের দুটো দলের মধ্যে থেকে বাছাই ১১ জনকে নিয়ে জয়নগর থানার বিশেষ টিম তৈরি করার কথাও তিনি বললেন।
সুমন সাহা