আরও পড়়ুন: তিন দিন ধরে নেই বিদ্যুৎ-পানীয় জল, রাগে রাস্তায় নামলো মানুষ
এর আগে আ্যম্বুলেন্স চালকদের সচেতনতা পাঠের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মূলত গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে প্রত্যেক গাড়িচালককে অনুরোধ করা হয়। বেশিরভাগ দূর্ঘটনার ক্ষেত্রেই দেখা যায় গাড়ির অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
উল্ল্যেখ্য সুন্দরবন পুলিশ জেলার মধ্যে দিয়ে ১১৭ নং জাতীয় সড়ক চলে গিয়েছে। এটি অতিরিক্ত দুর্ঘটনাপ্রবণ। তবে পুলিশের পক্ষ থেকে লাগাতার প্রচারের ফলে সেই দুর্ঘটনার হার একটু হলেও কমেছে বলে খবর। গাড়ি চালানোর সময় দৃশ্যমানতা, ট্রাফিক সিগন্যাল এবং অন্যান্য প্রয়োজনীয় আইনকানুন মেনে চলতে বলা হয়েছে সকল গাড়িচালকদের। অতিরিক্ত দুর্ঘটনা প্রবণ এলাকায় গুলিতে প্রচারের উপর বেশি জোর দেওয়া হয়েছে। এই এলাকার মধ্যে দিয়ে যাওয়া কুলপি রোড ও ডায়মন্ডহারবার রোডে বাইক দুর্ঘটনা বেশি ঘটে বলে পুলিশ সূত্রে খবর। যা পুলিশের অন্যতম মাথা ব্যাথার কারণ। এই পরিস্থিতি বদলানোর জন্য ওই দুই এলাকাতেও জোরদার প্রচার চালানো হচ্ছে।
নবাব মল্লিক