দক্ষিণ ২৪ পরগনায় কয়েক বছর আগে এই বেআইনি মদ খেয়ে প্রচুর মানুষ মারা গিয়েছিল। সেই ক্ষত এখনও মেলায়নি। ফের যাতে সেই পরিস্থিতি ফিরে না আসে তাই তৎপর পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ এই বেআইনি মদ বিক্রি আটকাতে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। তারপরেও বেশ কিছু বিক্ষিপ্ত এলাকায় লুকিয়ে চুরিয়ে বেআইনি মদের কারবার চলছে। তেমনই একটি খবর এসে পৌঁছয় জয়নগর থানার কাছে। আর সেই সূত্র ধরেই হানা দিয়ে গ্রেফতার করা হয় বেআইনি মদ বিক্রেতাকে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবার শিশুদের জটিল রোগের চিকিৎসা হবে সহজেই
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে জয়নগর থানার এসআই দিগন্ত মণ্ডল, এসআই সায়ন ভট্টাচার্য সহ পুলিশের বিশেষ টিম জয়নগর থানার চালতাবেড়িয়ার উলুরদাঁড়ি এলাকা থেকে বেআইনি মদ বিক্রি করার অভিযোগে মনোরঞ্জন নস্করকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি জয়নগর থানার উলুরদাঁড়ি এলাকায়। ধৃতের কাছ থেকে ১৮ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সুমন সাহা