West Bardhaman News: দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবার শিশুদের জটিল রোগের চিকিৎসা হবে সহজেই
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
শিশুদের চিকিৎসার ক্ষেত্রে রাজ্যের মধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিশেষ নাম আছে। সেখানকার শিশু বিভাগটি আরও আধুনিকভাবে গড়ে তোলা হল। ফলে শিশুদের জটিল রোগের চিকিৎসা আরও সহজে হবে এখানে
পশ্চিম বর্ধমান: শিশু চিকিৎসার ক্ষেত্রে দুর্গাপুর মহকুমা হাসপাতাল রাজ্যের সরকারি হাসপাতালগুলির মধ্যে বিশেষ উল্লেখের দাবি রাখে। তার এই জনপ্রিয়তার অন্যতম কারণ হল শিশু চিকিৎসায় হাসপাতালের দুর্দান্ত পরিষেবা। তবে সেই পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে এখানকার শিশু চিকিৎসা বিভাগে বেশ কিছু নতুন যন্ত্রাংশ আনা হয়েছে। যে যন্ত্রাংশগুলির মাধ্যমে সদ্যজাত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বাড়তি সুবিধা হবে। সম্প্রতি মহকুমা হাসপাতালের শিশু বিভাগের আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। নতুন যন্ত্রাংশ আনার ক্ষেত্রে আর্থিকভাবে সহায়তা করেছে এনএসপিসিএল-এর সিএসআর প্রকল্পটি। সঙ্গে বিশেষভাবে উদ্যোগ নিয়েছিল হাসপাতালের রোগী কল্যাণ সমিতি।
মূলত সদ্যজাত শিশুদের অনেক ক্ষেত্রেই দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা আছে। শ্বাসনালীতে ইনফেকশনের সমস্যা হয় ১ থেকে ২৯ দিন বয়সী শিশুদের। তখন ওই শিশুদের সুস্থ করার জন্য বাইরে থেকে দিতে হয় অক্সিজেন। শিশুদের সেই চিকিৎসা আরও উন্নতভাবে দিতে বেশ কিছু যন্ত্রাংশ আনা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাছাড়াও শিশুদের ক্ষেত্রে অনেক সময় জন্ডিসের সমস্যা দেখা দেয়। সেই সমস্ত শিশুদের চিকিৎসার অগ্রগতি বা চিকিৎসায় সেই শিশু সাড়া দিচ্ছে কিনা তা যাতে চিকিৎসকরা আরও ভালভাবে বুঝতে পারেন বা আরও ভালো চিকিৎসা দেওয়া যায়, তার জন্য জন্ডিস ডিটেক্টর মেশিন আনা হয়েছে মহকুমা হাসপাতালে।
advertisement
advertisement
হাসপাতালের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আরও একটি বিশেষ সুখবর দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তিনি জানিয়েছেন, দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসা রোগীদের সিটি স্ক্যান পরিষেবা দেওয়ার জন্য তিনি প্রস্তাব রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। সেই প্রস্তাবে সাড়া দিয়ে রাজ্যের বেশ কয়েকটি মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার অনুমোদনও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। ফলে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা আগামী কিছুদিনের মধ্যে যে আরও উন্নত হবে তা আর বলার অপেক্ষায় রাখে না। একইসঙ্গে দুর্গাপুর মহকুমার হাত ধরে রাজ্যের আরও বেশ কিছু মহকুমা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও উন্নত হতে চলেছে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 3:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবার শিশুদের জটিল রোগের চিকিৎসা হবে সহজেই