একদিকে সরকারি নিয়ম অনুযায়ী, গৃহপালিত পশু ছাড়া অন্য কোনও পশু পাখি আর খাঁচা বন্দি করে রাখা যাবে না। তাদের মুক্ত আকাশে উড়ে বেড়াতে দিতে হবে। তাই সেভাবে আর গৃহস্থের বাড়িতে পাখি পুষতে দেখা যায় না। এই পরিস্থিতিতে চরম সঙ্কটে দিন গুনছে বাঁশের তৈরি খাঁচা কারিগরেরা।
advertisement
এ প্রসঙ্গে এক খাঁচা কারিগর বলেন, ‘‘একদিকে যেমন সরকারি নির্দেশ অনুযায়ী পাখিকে গৃহবন্দি করে রাখা যাবে না। আর অন্যদিকে এই বাঁশের তৈরি খাঁচাতে সেভাবে আর মানুষ ঘুরেও তাকাচ্ছে না। বর্তমানে সেই জায়গায় বিভিন্ন ধরনের খাঁচা বাজার দখল করায় এবং মূল্যবৃদ্ধির ফলে লাভের অঙ্ক অনেক কমে যাওয়ায় নতুন প্রজন্ম এই কাজে উৎসাহ হারাচ্ছে। তাই এই গ্রামীণ কুটির শিল্পকে বাঁচিয়ে রাখাটাই এখন কষ্টসাধ্য হয়ে উঠেছে।’’
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 4:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Pet Birds: আজকাল আর বাঙালির ঘরে থাকে না চন্দনা টিয়া, কর্মহীন বাঁশের তৈরি খাঁচার কারিগরেরা