এমনই এক অন্য ধরনের প্রতিযোগিতা দেখল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর। সেখানে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত হল আলপনা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ওই স্কুলের শতাধিক ছাত্রছাত্রী। খড়িমাটি, চক, চুন ও রঙ দিয়ে চলছিল এই আলপনা আঁকার কাজ।
এই নিয়ে স্কুলের এক ছাত্রী অঙ্কিতা বাগ জানায়, প্রথমবার এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে। তার সহপাঠী ও স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই আল্পনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: স্কুলের বই চুরি করেছেন প্রধান শিক্ষক! অভিযোগ উঠতেই গ্রামবাসীরা যা করল
ছাত্রছাত্রীদের আঁকা আলপনায় যখন ভরে উঠছিল স্কুল প্রাঙ্গন, তখন দূর থেকে তা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন তাদের শিক্ষক-শিক্ষিকারা। এই ধরণের প্রতিযোগিতা সাধারণত দেখা যায় না। আর সেই অন্যরকম প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা সাবলীলভাবে অংশগ্রহণ করায় খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা।
এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি বলেন, "আমরাই মথুরাপুর তথা সুন্দরবন অঞ্চলের একমাত্র স্কুল যারা এরকম একটি বৃহৎ আকারে আল্পনা প্রতিযোগিতার আয়োজন করলাম। ২৩ জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি স্কুলে একাধিক অনুষ্ঠান আছে। স্বরস্বতী পুজো সহ স্কুলের নিজস্ব অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের আঁকা এই আলপনাগুলি প্রদর্শিত হবে।"
নবাব মল্লিক