Murshidabad News: স্কুলের বই চুরি করেছেন প্রধান শিক্ষক! অভিযোগ উঠতেই গ্রামবাসীরা যা করল
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বই চুরির অভিযোগ! মুর্শিদাবাদের এই ঘটনায় যা হল পুরোটা জানলে চমকে যাবেন
মুর্শিদাবাদ: স্কুলের বই খাতা চুরি করেছেন প্রধান শিক্ষক! এই অভিযোগে ধুমধুমার কাণ্ড মুর্শিদাবাদের মাদ্রাসায়। প্রধান শিক্ষককে ধরে বেধড়ক ঠ্যাঙানি এলাকার মানুষের!
মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর দারুল কোরান সিনিয়ার মাদ্রাসার ঘটনা। শুক্রবার হঠাৎ অভিযোগ ওঠে, প্রধান শিক্ষকের সহযোগিতায় মাদ্রাসা থেকে বই-খাতা চুরি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে। মাদ্রাসার মধ্যেই মারধর করা হয় প্রধান শিক্ষককে।
কাবিলপুর দারুল কোরান সিনিয়ার মাদ্রাসার প্রধান শিক্ষক মনসুর আলি। তাঁর বিরুদ্ধেই মাদ্রাসার বই-খাতা চুরির অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার ছুটির দিন তাঁরা হঠাৎ মাদ্রাসার মধ্যে লোকজনের হাঁটাচলার শব্দ পান। গ্রামের কয়েকজন গিয়ে দেখার চেষ্টা করেন বিষয়টা কী হচ্ছে। সেই সময়ই তাঁরা নাকি কয়েকজনকে মাদ্রাসর বই-খাতা চুরি করতে দেখেন। গ্রামবাসীদের দেখেই সেই চোরেরা পালিয়ে যায়।
advertisement
advertisement
এলাকার মানুষের দাবি, চোরেরা প্রায় ৩০ বস্তা নতুন বই-খাতা গাড়িতে করে নিয়ে পালানোর পরিকল্পনা করছিল। এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসে পুলিস। তারা মাদ্রাসার প্রধান শিক্ষক মুনসুর আলিকে ডেকে পাঠায়। তিনি এলেই ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। সেই সময়ই প্রধান শিক্ষককে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে চুরিতে মদত দেওয়ার অভিযোগ ওঠে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রধান শিক্ষক মনসুর আলি।
advertisement
গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। মূলত তাদের তাৎপরতাতেই ঐদিন মাদ্রাসার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 2:03 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: স্কুলের বই চুরি করেছেন প্রধান শিক্ষক! অভিযোগ উঠতেই গ্রামবাসীরা যা করল