মশামারি হয়ে ডায়মন্ডহারবার যাওয়ার জন্য কুলপির এই রাস্তাটাই মূল ভরসা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। অথচ সেই রাস্তার একাধিক অংশ খারাপ থাকায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্কুলের ছাত্রছাত্রীরা নিত্য অসুবিধার সম্মুখীন হন।
আরও পড়ুন: সুন্দরবনের ছাত্রছাত্রীদের হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার সম্পূর্ণ অংশ কখনও সারানো হয় না। মাঝে মধ্যে রাস্তার কয়েক কিলোমিটার অংশ সারানো হয়। ফলে রাস্তা খারাপ থেকেই যায় সারা বছর। এলাকার মানুষের আরও দাবি, রাস্তার কোনও অংশ সারানোর কাজ শুরু হলেও সেটি শেষ হতে অস্বাভাবিক রকম দেরি হয়। ফলে রাস্তার অবস্থা খারাপই থেকে যায়। বর্তমানে সম্পূর্ণ রাস্তাটি একেবারে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে বলে এলাকাবাসীর দাবি। বর্ষার সময় রাস্তায় জল জমে এমন পরিস্থিতি তৈরি হয়েছে চলাফেরা করা যায় না। আর কিছুদিনের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। এলাকার মানুষ তার আগেই এই রাস্তাটি সম্পূর্ণ সংস্কারের দাবি তুলেছে। কুলপি ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি নিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথা এক প্রকার মেনে নেওয়া হয়েছে। জানানো হয়েছে দ্রুত রাস্তাটি সারানো হবে।
advertisement
নবাব মল্লিক