অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ত সমগ্র স্টেশন চত্বর। সেই জল জমার সমস্যা থেকে মুক্তি দিতে স্টেশন থেকে ১১৭ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তার পাশ দিয়ে নিকাশীর জন্য পাইপ বসানোর কাজ শুরু হয়। কাজ চলাকালীন রাস্তার পাশে বসবাসকারী কয়েকজন বাসিন্দা প্রতিবাদ করেন। এরপরই কাজ বন্ধ করে চলে যায় নির্মানকারী সংস্থা। কিন্তু কাজ চলার কারণে রাস্তার উপর যে মাটি জড়ো করা হয়েছিল তা আর সরানো হয়নি।
advertisement
আরও পড়ুনঃ নিউজ ১৮ লোকালের খবরের জের! সারানো হল হটুগঞ্জ ও বেড়ন্দরীর সংযোগকারী সেতু
ফলে রাস্তা একপ্রকার বন্ধ হয়ে পড়েছে। আর এই বেহাল রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থএবং স্থানীয় বাসিন্দারা। তারা সকলেই এই সমস্যার দ্রুত সমাধান চাইছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব পন্ডা জানান ড্রেন করবে বলে রাস্তার পাশে কাটা হয়েছে। এরপর কাজ বন্ধ হয়ে গিয়েছে। এখন কোনো কাজ হচ্ছে না। যেকোনো সময় বড় দূর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুনঃ বেহাল রায়দিঘী রোড! সারানোর দাবিতে আন্দোলন
সমস্যাটি দ্রুত সমাধান হলে ভালো হয়। এই বেহাল রাস্তা নিয়ে যায় পর এক স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, প্রধান রাস্তা বন্ধ থাকায় খুবই অসুবিধা হচ্ছে।অসুস্থ মানুষজনকে নিয়ে আসা যাচ্ছে না। কাকদ্বীপ স্টেশনের দিকেও যেতে গেলে খুবই অসুবিধা হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হলে খুবই ভালো হয়।
Nawab Mallick





