South 24 Parganas: নিউজ ১৮ লোকালের খবরের জের! সারানো হল হটুগঞ্জ ও বেড়ন্দরীর সংযোগকারী সেতু

Last Updated:

নিউজ ১৮ লোকালের খবরের জেরে সারানো হল হটুগঞ্জ ও বেড়ন্দরীর সংযোগকারী সেতু। কুলপির হটুগঞ্জ ও বেড়ন্দরী সংযোগকারী কাঠের সেতুটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল। ১৮ই অগাস্ট সেই খবরটি সম্প্রচারিত হয় নিউজ ১৮ লোকালে।

+
সারানো

সারানো হচ্ছে সেতু

#কুলপি : নিউজ ১৮ লোকালের খবরের জেরে সারানো হল হটুগঞ্জ ও বেড়ন্দরীর সংযোগকারী সেতু। কুলপির হটুগঞ্জ ও বেড়ন্দরী সংযোগকারী কাঠের সেতুটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল। ১৮ই অগাস্ট সেই খবরটি সম্প্রচারিত হয় নিউজ ১৮ লোকালে। আর তার পরেই এই সেতু সারানো হয়েছে। আর সেজন‍্য নিউজ ১৮ লোকালকে ধন‍্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। সেতুটি সারানোর আগে সেতুটি চলার অযোগ্য হয়ে উঠেছিল। এই সেতু দিয়ে প্রায় চার হাজার স্থানীয় বাসিন্দা নিত‍্য যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল এই সেতুটি দীর্ঘ ১ বছর ধরে কোনো সংস্কার হয়নি। এই কাঠের সেতুটি এই এলাকার যোগাযোগের প্রধান মাধ‍্যম।
এই অঞ্চলের অধিকাংশ বাসিন্দারা বাজার করার জন্য এই কাঠের সেতু দিয়ে হটুগঞ্জ বাজারে নিত‍্য যাতায়াত করেন। এই সেতু দিয়ে হটুগঞ্জ হাইস্কুল ও গার্লস স্কুল এবং সংলগ্ন একাধিক প্রাথমিক বিদ‍্যালয়ে প্রায় হাজারখানেক ছাত্রীছাত্রী নিত‍্য যাতায়াত করেন।সেতুটির কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় এই সেতু দিয়ে ভারি গাড়ি যাতায়াত করতে পারত না। স্থানীয় বাসিন্দারা এই সেতু দিয়ে নিত‍্য জীবন হাতে করে ঝুঁকি নিয়ে পারাপার করতেন।
advertisement
advertisement
প্রতিদিন ছোটখাটো দূর্ঘটনা লেগে থাকত এই সেতুতে। ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার ভয় ছিল। ছিলনা কোনো রেলিং।এই কাঠের সেতু ৬০ বছর আগে তৈরী হয়েছিল বলে দাবি স্থানীয়দের। ১ বছর আগে শেষবারের মত এই ব্রিজ সংস্কার করা হয়েছিল। তারপর থেকে আর ব্রিজ সংস্কার করা হয়নি বলে খবর। গত ১৮ ই অগাস্ট নিউজ ১৮ লোকাল এই খবরটি সামনে আনে। এরপরই সেতু সারানো হয়। বর্তমানে রেলিং এর বন্দোবস্ত করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বেহাল রায়দিঘী রোড! সারানোর দাবিতে আন্দোলন
বর্ষার পর এই সেতু শক্তিশালী করার কাজ হবে বলে জানানো হয়েছে কুলপি বিডিও অফিসের পক্ষ থেকে। আর যা নিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে স্থানীয় বাসিন্দা সামিম আহমেদ জানিয়েছেন সেতুটির খারাপ অবস্থার কথা নিউজ ১৮ লোকালকে জানানো হয়েছিল। এরপর সেতুর কাজ হয়েছে। ভবিষ্যতে এই সেতু আরও শক্তিশালী করা হলে আরও ভালো হয়।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: নিউজ ১৮ লোকালের খবরের জের! সারানো হল হটুগঞ্জ ও বেড়ন্দরীর সংযোগকারী সেতু
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement