TRENDING:

South 24 Parganas News- জেলায় চলছে শৈত্যপ্রবাহ, কয়েক দিন চলবে এমনই আবহাওয়া।

Last Updated:

জেলায় চলছে শৈত্যপ্রবাহ, তবে ২৫ শে ডিসেম্বরের আগে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: বড়দিনের আগেই রাজ্যের পাশাপাশি জেলায়ও হাড়কাঁপানো ঠান্ডার আমেজ। জাওয়াদ পরবর্তী সময়ে নিম্নচাপের প্রভাব কাটতেই রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া (South 24 Parganas News)। উত্তুরে হাওয়ার হাত ধরেই পারদ পতন ঘটেছে অনেকটা। আজ মরশুমের শীতলতম দিন। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা নিচের দিকেই থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই জেলার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। রোদ ঝলমলে আবহাওয়ায় টের পাওয়া যাচ্ছে শীতের কনকনানি। সন্ধের পর থেকেই নামতে শুরু করছে পারদ। ভোরের দিকে ধীরগতিতে ট্রেন চলাচল হলেও, স্বাভাবিক রয়েছে রেলপথ। যানবাহনের ক্ষেত্রেও ভোরের দিকে গতি শ্লথ থাকছে বলেই পরিবহন দফতর সূত্রে খবর।
জেলায় চলছে শৈতপ্রবাহ
জেলায় চলছে শৈতপ্রবাহ
advertisement

জেলার বিভিন্ন প্রান্তে শীতের পরিচিত ছবি ধরা পড়ছে। আগুন পোহানো থেকে শুরু করে সোয়েটার ও চাদরে মুড়ি দিয়ে শীতের পরশ মাখছে আম বাঙালি। দাম বৃদ্ধি-কে উপেক্ষা করেই মানুষজন বাজারে ভিড় জমাচ্ছেন শীতকালীন সবজি কিনতে। শীতের আমেজ পড়তেই ভ্রমণপিপাসুদের আনাগোনা শুরু হয়েছে জেলায়। ঘুরে দাঁড়াতে শুরু করেছে মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পও (South 24 Parganas News)।

advertisement

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা আজ যেটা আলিপুরে রেকর্ড করেছি, সেটা হল, ১১ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস, এটা কলকাতার ক্ষেত্রে। এই সিজনে সবথেকে কম তাপমাত্রা। জেলাগুলোতে একইরকমভাবে তাপমাত্রা কমেছে। গোটা রাজ্যে ইতিমধ্যে যে ঠান্ডাটা পড়েছে এই ঠান্ডাটা আরো দুদিন বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা জারি থাকবে (South 24 Parganas News)। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান ও দুই ২৪ পরগনা এইসব জায়গায় ২৪ ঘন্টা শৈত্যপ্রবাহ থাকবে। তবে, পঁচিশে ডিসেম্বর, এখন যে তাপমাত্রা রয়েছে তার থেকে দু থেকে তিন ডিগ্রী তাপমাত্রা বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে"।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সবমিলিয়ে শীত বাড়তেই সুন্দরবন ভ্রমণে পর্যটকদের আনাগোনাও লক্ষ্য করা গিয়েছে। আর তা দেখেই আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত মানুষেরা। জেলার শীতের আমেজ দারুণভাবে উপভোগ করছেন আমজনতা (South 24 Parganas News)।

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News- জেলায় চলছে শৈত্যপ্রবাহ, কয়েক দিন চলবে এমনই আবহাওয়া।
Open in App
হোম
খবর
ফটো
লোকাল