জেলার বিভিন্ন প্রান্তে শীতের পরিচিত ছবি ধরা পড়ছে। আগুন পোহানো থেকে শুরু করে সোয়েটার ও চাদরে মুড়ি দিয়ে শীতের পরশ মাখছে আম বাঙালি। দাম বৃদ্ধি-কে উপেক্ষা করেই মানুষজন বাজারে ভিড় জমাচ্ছেন শীতকালীন সবজি কিনতে। শীতের আমেজ পড়তেই ভ্রমণপিপাসুদের আনাগোনা শুরু হয়েছে জেলায়। ঘুরে দাঁড়াতে শুরু করেছে মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পও (South 24 Parganas News)।
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা আজ যেটা আলিপুরে রেকর্ড করেছি, সেটা হল, ১১ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস, এটা কলকাতার ক্ষেত্রে। এই সিজনে সবথেকে কম তাপমাত্রা। জেলাগুলোতে একইরকমভাবে তাপমাত্রা কমেছে। গোটা রাজ্যে ইতিমধ্যে যে ঠান্ডাটা পড়েছে এই ঠান্ডাটা আরো দুদিন বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা জারি থাকবে (South 24 Parganas News)। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান ও দুই ২৪ পরগনা এইসব জায়গায় ২৪ ঘন্টা শৈত্যপ্রবাহ থাকবে। তবে, পঁচিশে ডিসেম্বর, এখন যে তাপমাত্রা রয়েছে তার থেকে দু থেকে তিন ডিগ্রী তাপমাত্রা বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে"।
সবমিলিয়ে শীত বাড়তেই সুন্দরবন ভ্রমণে পর্যটকদের আনাগোনাও লক্ষ্য করা গিয়েছে। আর তা দেখেই আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত মানুষেরা। জেলার শীতের আমেজ দারুণভাবে উপভোগ করছেন আমজনতা (South 24 Parganas News)।