TRENDING:

South 24 Parganas Durga Puja 2022 II উমা ফিরছেন কৈলাশে, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর!

Last Updated:

বিজয়া দশমীর পুজো শেষ হতেই জয়নগরের বিভিন্ন বনেদি বাড়ি যেমন দত্ত বাড়ি মিত্র বাড়ি বোস বাড়ি তাদের প্রাচীন রীতি মেনে শুরু হয়েছে সূর্যডোবারআগে মাকে বিদায় জানানোর পালা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়নগর : বিজয়া দশমীর পুজো শেষ হতেই জয়নগরের বিভিন্ন বনেদি বাড়ি যেমন দত্ত বাড়ি মিত্র বাড়ি বোস বাড়ি তাদের প্রাচীন রীতি মেনে শুরু হয়েছে সূর্যডোবারআগে মাকে বিদায় জানানোর পালা। সেই মতো পুজো শেষ হতেই মাকেকাঁধে নিয়ে সেই প্রাচীন রীতিতে মাকে বিসর্জন দিতে বেরিয়ে পড়েছেন পরিবারের লোকজনেরা। যাও নীলকন্ঠ খবর দাও তারে ফিরছে উমা কৈলাসে তারই সংসারে। আজ সকলেরই মন খারাপ। কারণ আজ মাকে বিদায় জানানোর পালা৷ বুধবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বিভিন্ন পুজো মন্ডপে চলছে সিঁদুর খেলা।
মা চলেছেন কৈলাশে
মা চলেছেন কৈলাশে
advertisement

এদিন সিঁদুর খেলার মধ্যে দিয়ে মাকে বিদায় জানানো হচ্ছে। এলাকার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। বিভিন্ন পুজো মন্ডপের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর শহরের দক্ষিণ বারাসাতে দশমী পুজো শেষ হতেই সিঁদুর খেলায় মেতে ওঠে এলাকার মহিলারা। সকাল বেলা দশমীর পুজো শেষ হতেই এলাকার মহিলারা চলে এসেছে বিভিন্ন দূর্গা পুজোর মণ্ডপে সিঁদুর খেলতে। সিঁদুর খেলার জন্য মহিলাদের ভিড় জমেছে বিভিন্ন পুজো মণ্ডপে।

advertisement

আরও পড়ুনঃ মা'কে বিদায় জানানোর পালা, ডায়মন্ড হারবার জুড়ে চলছে বিজয়া দশমী

বিজয়া দশমীর দিন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদের মিষ্টিমুখএকটা প্রাচীন রীতি। তাই সকাল থেকে। আপামর বাঙালি প্রণাম মিষ্টি মুখ করাতে বেরিয়ে পড়বেন। গত কয়েকদিন ধরে নতুন জামা কাপড় পড়ে বিভিন্ন জায়গায় ঘোরার পাশাপাশি আনন্দ করতে দেখাগেছে কচিকাঁচা থেকে বড়দের তাই আজ মাকে মিষ্টিমুখ করিয়ে সিঁদুর পরিয়ে উমাকে বিদায় জানাচ্ছে আপামর বাঙালি।

advertisement

View More

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas Durga Puja 2022 II উমা ফিরছেন কৈলাশে, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল