এদিন সিঁদুর খেলার মধ্যে দিয়ে মাকে বিদায় জানানো হচ্ছে। এলাকার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। বিভিন্ন পুজো মন্ডপের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর শহরের দক্ষিণ বারাসাতে দশমী পুজো শেষ হতেই সিঁদুর খেলায় মেতে ওঠে এলাকার মহিলারা। সকাল বেলা দশমীর পুজো শেষ হতেই এলাকার মহিলারা চলে এসেছে বিভিন্ন দূর্গা পুজোর মণ্ডপে সিঁদুর খেলতে। সিঁদুর খেলার জন্য মহিলাদের ভিড় জমেছে বিভিন্ন পুজো মণ্ডপে।
advertisement
আরও পড়ুনঃ মা'কে বিদায় জানানোর পালা, ডায়মন্ড হারবার জুড়ে চলছে বিজয়া দশমী
বিজয়া দশমীর দিন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদের মিষ্টিমুখএকটা প্রাচীন রীতি। তাই সকাল থেকে। আপামর বাঙালি প্রণাম ও মিষ্টি মুখ করাতে বেরিয়ে পড়বেন। গত কয়েকদিন ধরে নতুন জামা কাপড় পড়ে বিভিন্ন জায়গায় ঘোরার পাশাপাশি আনন্দ করতে দেখাগেছে কচিকাঁচা থেকে বড়দের । তাই আজ মাকে মিষ্টিমুখ করিয়ে সিঁদুর পরিয়ে উমাকে বিদায় জানাচ্ছে আপামর বাঙালি।
Suman Saha






