এরইমধ্যে ২০১ এ ২০১ বি এই দুটি বুথের দুজন বিজেপি প্রার্থীর অভিযোগ বুথের যা মোট ভোটার তার চেয়ে প্রায় দেড় গুন মত ভোট কী ভাবে বেশি পেয়ে জিতে গেল শাসকদলের প্রার্থী? তাই ওই বুথে পুনরায় ভোটের দাবি নিয়ে হাইকোর্টে মামলা করতে চলেছেন তারা।
advertisement
বিরোধীদের অভিযোগ, তারা প্রথমে জিতে গিয়েছিলেন। পরে তাদেরকে মেরে ধরে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে ঘোষণা করা হয়, ওই দুটি বুথ তৃণমূল প্রার্থী বিজয়ী। প্রিসাইডিং অফিসারের ১৮ নম্বর ফর্মে দেওয়া আছে তাতে ২০১এ র বিজেপি প্রার্থী আলোমতি হালদার (সরদার) জানান তাঁর বুথের ভোটার সংখ্যা হল ৭৪০, ভোট পড়েছে ৬০৬, সেখানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী ১০৮৬ ভোট পেয়ে জিতে গিয়েছেন।
অন্যদিকে২০১বি বুথের বিজেপির প্রার্থী অষ্টম কুমার নস্কর জানান, তাঁর বুথের ভোটার ৭২০ জন, ভোট পড়েছে ৬১৪ অথচ সেখানে তৃণমূল প্রার্থী ১০৮৪ ভোট পেয়ে জিতে গিয়েছেন বলে দেখাচ্ছে রেকর্ড। এই দুই প্রার্থীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে ব্যালট পেপারে ছাপ মেরে ব্যালট বক্সে দিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে। তাই তাঁরা আদালতের শরণাপন্ন হবেন নতুন করে ভোটের দাবি নিয়ে।
সুমন সাহা