TRENDING:

Panchayat Election 2023: দেওয়াল তুমি কার? ভোট হবে বাক্সে, লড়াই শুরু লিখনে! সোশ্যাল যুগেও ভরসা রং-তুলি

Last Updated:

Panchayat Election 2023: ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই দেওয়াল দখলের লড়াইয়ে এগিয়ে এই জেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ভোটে দিনক্ষণ ঘোষণার অনেক আগেই দেওয়াল দখলের লড়াই এগিয়ে এই জেলা। আর ভোটের দিন ঘোষণা হতেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা নাওয়া-খাওয়া ভুলে ভোটের বিভিন্ন প্রচারে নেমে পড়ছেন।
advertisement

পঞ্চায়েত ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচার হল দেওয়াল লিখন। এক কথায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রামে যে রাজনৈতিক দল যত বেশি দেওয়াল দখল করে, তাদের রাজনৈতিক প্রচার করবে। তত বেশি এগিয়ে থাকবে বলে এমনটাই কিন্তু মনে করে সমস্ত রাজনৈতিক দল। আর ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: পাহাড়ে পাল্টে গেল রাজনৈতিক অঙ্ক, পদ্মের ছাতার তলায় বিমল-অজয়! কী করবে তৃণমূল?

View More

আরও পড়ুন: খাবার খেতে খেতে জল খান? সাবধান, শরীরে এই জটিল রোগ হতে পারে!

ইতিমধ্যেই বিরোধীদলের পক্ষ থেকে একটা অভিযোগ উঠছে। যে জেলার বিভিন্ন প্রান্তে শাসক দল অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল দখল করে নিয়েছে। তবে এ বিষয়ে শাসকদলের পক্ষ থেকে তারা জানিয়েছেন, ‘আমরা দেওয়াল দখলের রাজনীতি করি না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের পাশে আছে। তাই আমাদের যে দেওয়ালগুলি ছিল সেগুলি আমরা আবার নতুন ভাবে চুনকাম করা শুরু করেছি। বিরোধীরা তারা তাদের পায়ের তলার মাটি হারিয়েছে বলে এই ধরনের অভিযোগ করছে।’

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: দেওয়াল তুমি কার? ভোট হবে বাক্সে, লড়াই শুরু লিখনে! সোশ্যাল যুগেও ভরসা রং-তুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল