পঞ্চায়েত ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচার হল দেওয়াল লিখন। এক কথায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রামে যে রাজনৈতিক দল যত বেশি দেওয়াল দখল করে, তাদের রাজনৈতিক প্রচার করবে। তত বেশি এগিয়ে থাকবে বলে এমনটাই কিন্তু মনে করে সমস্ত রাজনৈতিক দল। আর ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: পাহাড়ে পাল্টে গেল রাজনৈতিক অঙ্ক, পদ্মের ছাতার তলায় বিমল-অজয়! কী করবে তৃণমূল?
আরও পড়ুন: খাবার খেতে খেতে জল খান? সাবধান, শরীরে এই জটিল রোগ হতে পারে!
ইতিমধ্যেই বিরোধীদলের পক্ষ থেকে একটা অভিযোগ উঠছে। যে জেলার বিভিন্ন প্রান্তে শাসক দল অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল দখল করে নিয়েছে। তবে এ বিষয়ে শাসকদলের পক্ষ থেকে তারা জানিয়েছেন, ‘আমরা দেওয়াল দখলের রাজনীতি করি না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের পাশে আছে। তাই আমাদের যে দেওয়ালগুলি ছিল সেগুলি আমরা আবার নতুন ভাবে চুনকাম করা শুরু করেছি। বিরোধীরা তারা তাদের পায়ের তলার মাটি হারিয়েছে বলে এই ধরনের অভিযোগ করছে।’
সুমন সাহা