West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
আর এই ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হলেন মগরাহাট থানার ৩ পুলিশ কর্মী। মগরাহাট থানার একজন এস আই-সহ দুই কনস্টেবল সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মগরাহাটের নৈনান এলাকা।
advertisement
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (West Bengal Panchayat Election Result 2023) Check LIVE
আরও পড়ুন: হাওড়ায় ছিনতাই ব্যালট বক্স! তারপর যা হল শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে নৈনান এলাকায় সংঘর্ষ শুরু হয়। ঘটনার খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সেখানেই কংগ্রেস কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন: কী ভয়াবহ! বেলা বাড়তেই স্বমহিমায় ভাঙড়, ভোটকেন্দ্রের বাইরেই ঘটল মারাত্মক ঘটনা
ঘটনায় মাথা ফেটেছে পুলিশ কর্মীদের। আহত তিন পুলিশ কর্মী এস আই আরিফ মহম্মদ ও ২ কনস্টেবল লালটু ও প্রসেনজিৎ। এদের মধ্যে একজন কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেছেন। ঘটনার পর নৈনান এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আনিশ উদ্দিন মোল্লা