আরও পড়ুন: ডালের নামে পাতে পড়ে জল! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলল তালা
দক্ষিণ ২৪ পরগনার এই গ্রাম পঞ্চায়েতগুলি হাতছাড়া হওয়া তৃণমূলের কাছে বড় ধাক্কা। প্রথমে কাশীনগর পঞ্চায়েতে ভোটাভুটি শুরু হয়। তখনই তৃণমূল ছেড়ে বিজেপির হাতে প্রথমবারের মতো যায় কাশীনগর গ্রাম পঞ্চায়েত। ১২ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূল পায় ৩ টি আসন, নির্দল ১, সিপিএম ১ ও বিজেপি পায় ৭ টি আসন। সিপিএমের জয়ী সদস্য জালাল উদ্দিন মোল্লা বিজেপিকে সমর্থন করেন। প্রধান হন বর্ণালী বাগ ও উপপ্রধান সুমনা পুরকাইত।
advertisement
অপরদিকে সবচেয়ে আলোচিত পঞ্চায়েত কৃষ্ণচন্দ্রপুরেও বোর্ড গঠন করেছে বিজেপি। প্রধান হয়েছেন অনুপ মিস্ত্রি। এই পঞ্চায়েতের জয়ী সদস্যদের অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এটিও প্রথমবারের মত বিরোধী জোটের হাতে গিয়েছে। উপপ্রধান হয়েছে সফিকুল ঘরামি। রায়দিঘি গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হয়েছে তৃণমূলের। প্রধান হয়েছেন বিশ্বজিৎ সাহা। একদিনে ৩ টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যাওয়ায় খুশি বিজেপি নেতৃত্বরা। আগামী পাঁচ বছর তাঁরা মানুষের স্বার্থে কাজ করবেন বলে জানিয়েছেন।
নবাব মল্লিক