সবজি বিক্রি করে হাসপাতাল তৈরির জন্য অর্থ সঞ্চয় করতে শুরু করেন তিনি। ছেলেমেয়েদের অর্থের অভাবে পড়াশোনা করাতে না পেরে রেখে আসেন অনাথ আশ্রমে। পরে সেখানেই পড়াশোনা করে চিকিৎসক হন বড় ছেলে অজয়। এর পর স্বপ্নের পথে একধাপ এগিয়ে যান সুভাষিণী।
২০ বছর পর ১৯৯৩ সালে শুরু হয় হিউম্যানিটি হাসপাতাল তৈরির কাজ। হাঁসপুকুরের এই হাসপাতালের নাম ছড়িয়ে পড়ে দিকে দিকে। এর পর ২০১৮ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি।
advertisement
আর এ বার মন কি বাত-এর শততম পর্বে ডাক পেয়েছেন তিনি। যদিও শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি সেই অনুষ্ঠানে যেতে পারবেন না বলে জানিয়েছেন। কিন্তু টিভির পর্দায় তিনি সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখবেন বলে জানিয়েছেন এই মহীয়সী।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 4:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Subhasini Mistry : সব্জি বিক্রি করে বানান হাসপাতাল, সেই প্রবীণা সুভাষিণী এ বার ডাক পেলেন 'মন কি বাত'-এর শততম পর্বে