বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা এলাকার গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লারচক গ্রামে। গ্রামবাসীরা অভিযুক্ত সন্দীপ গায়েনকে ধরার পর পুলিশকে খবর দেয়। বকুলতলা থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। ধৃত সন্দীপ গায়েন বকুলতলারই ভবানীমারি এলাকার বাসিন্দা। অভিযুক্ত নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দিলেও বিজেপির দাবি সে তাদের দলের কেউ নয়। এদিকে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: প্রয়াত জটু লাহিড়ীর 'সম্মান' নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
ঘটনা হল, আবাস যোজনার তালিকা নিয়ে কিছুদিন আগেও উত্তাল হয়েছিল বাংলা। বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। কিন্তু এবার দেখা গেল উলোটপুরান। যে বিজেপি একসময় তৃণমূলের দিকে আবাস যোজনা নিয়ে অভিযোগের আঙুল তুলছিল, এবার তাদের লোক বলে পরিচয় দিয়ে আবাস যোজনার ঘর নিয়ে প্রতিশ্রুতি দেবার অভিযোগ উঠল।
সুমন সাহা