Howrah News: প্রয়াত জটু লাহিড়ীর 'সম্মান' নিয়ে তৃণমূল-বিজেপি তরজা

Last Updated:

হাওড়ার পাঁচবারের বিধায়ক জটু লাহিড়ী প্রয়াত। তাঁর 'সম্মান' নিয়ে তরজায় মাতল তৃণমূল-বিজেপি

হাওড়া: প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ জটু লাহিড়ী। তিনি শিবপুরের টানা পাঁচবারের বিধায়ক ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তিনি হাওড়ার প্রবাদপ্রতিম নেতা ছিলেন। বুধবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।
জটু লাহিড়ী প্রথমে কংগ্রেসে ছিলেন, পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জিতে পঞ্চমবারের জন্য বিধায়ক হয়েছিলেন জটু লাহিড়ী। তবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে দল তাঁকে টিকিট না দিলে তিনি অভিমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। বৃহস্পতিবার তিনি ৮৭ বছর বয়সে প্রয়াত হন।
advertisement
advertisement
এদিকে জটু লাহিড়ীর প্রয়াণ নিয়েও হাওড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জটু লাহিড়ীর প্রয়াণে শোক প্রকাশ করেন হাওড়া শহরের তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষ। সেই সঙ্গে দাবি করেন, বিজেপিতে গেলেও সেখানে যথাযোগ্য মর্যাদা পাননি এই প্রবীণ রাজনীতিবিদ। তৃণমূলে থাকলে তাঁর শেষ যাত্রা আরও মর্যাদাপূর্ণ হত বলেও জানান কল্যাণবাবু। কল্যাণ ঘোষের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানানো হয় বিজেপির পক্ষ থেকে।
advertisement
বিজেপির দাবি, জটু লাহিড়ীর প্রয়াণের দিনে এমন মন্তব্য একমাত্র অবিবেচকরাই করতে পারে। তাঁর মৃত্যুর দিনে যেখানে সকলে শ্রদ্ধা জানাচ্ছে, সেখানে কল্যাণ ঘোষের মন্তব্যকে নোংরা রাজনীতি বলে দাবি করেন বিজেপি নেতা উমেশ রাই।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: প্রয়াত জটু লাহিড়ীর 'সম্মান' নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement