ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হন তাঁরা। সেখান থেকে কোনওমতে উদ্ধার হওয়ার পর রাতেই তাঁরা রওনা দেন বাড়ির উদ্দেশে। সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় চার যুবক। শনিবার সকালে তাঁদের নিয়ে আসা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বেডে শুয়েই শোনালেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।
advertisement
উল্লেখ্য, রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস এবং তীব্র গতিতে ছুটতে থাকা শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষ হয়। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। ধাক্কা মারার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডলের লাইনচ্যুত কামরাগুলি পাশে দাঁড়ানো মালগাড়ির ওপরে উঠে যায়।প্রবল আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। যারপর একে একে সেখানে পৌঁছয় বিভিন্ন উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে পাঠানো শুরু হয় বিভিন্ন হাসপাতালে।